রাজ্য সরকারের গ্রুপ-সি পদে প্রচুর নিয়োগ, শীঘ্রই আবেদন করুন

রাজ্য সরকারের গ্রুপ-সি পদে প্রচুর নিয়োগ, শীঘ্রই আবেদন করুন

কলকাতা:  চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ সাব ডিভিশন অফিসে প্রচুর প্রার্থী নিয়োগ করবে রাজ্য সরকার৷ এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ ৬ মাসের চুক্তিতে ডেটা এন্ট্রি পদে নিয়োগ করা হবে৷ যে কোনও জেলা থেকেই আবেদন করা যাবে৷ 

আরও পড়ুন- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী যাঁদের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে, তাঁরা এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসাব সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে আবেদনকারীকে৷ তবে স্নাতকের পাশপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন বেসিক সার্টিফিকেট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজে অভিজ্ঞতা থাকলে, উক্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে৷ 

নিয়োর করা হবে পূর্ব বর্ধমানের জেলা কলেক্টরের অফিস, বর্ধমান সদরে এসসি অফিস, বর্ধমান মিউনিসিপ্যালটির ইনস্পেক্টোরেট অফিস এবং গুসকরা মিউনিসিপ্যালটির ইনস্পেক্টোরেট অফিসে৷ এই পদে মাসিক বেতন ১৩ হাজার টাকা৷ শনি- রবি এবং অন্যান্য ছুটির দিন বাদে সপ্তাহের যে কোনও দিনে প্রার্থীরা তাঁদের আবেদন পত্র নীচের ঠিকানার ড্রপবক্সে জমা দিতে পারবেন৷ Office Of the Sub Divisional Officer, Sadar North, Purba Bardhaman। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর ২০২১৷ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =