ভারতীয় রেলে হবে প্রচুর নিয়োগ, সুখবর দিলেন বোর্ডের চেয়ারম্যান

ভারতীয় রেলে হবে প্রচুর নিয়োগ, সুখবর দিলেন বোর্ডের চেয়ারম্যান

নয়াদিল্লি: ভারতীয় রেলে কর্মী নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে গত ডিসেম্বর থেকে। সেই প্রক্রিয়া এখনও চলছে। এর মধ্যেই আরও সুখবর শোনাল ভারতীয় রেল বোর্ড। বোর্ডের চেয়ারম্যান ও সিইও সুনীত শর্মা জানিয়েছেন, “এই পরীক্ষা এখন লাগাতার চলতে থাকবে। আরও অনেক প্রার্থী নেওয়া হবে।”

সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, “গত মাসে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া শুরু হয়েছিল। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা এখন চলতে থাকবে। প্রথম দফার পরীক্ষা শেষ হয়েছে। আরও পরীক্ষা হবে। আরও প্রার্থী নিয়োগ হবে। আশা করি আমরা রেলে শূন্যপদ পূরণ করতে পারব।”

গত ২৮ ডিসেম্বর থেকে প্রায় ১.৪ লক্ষ শূন্যপদের জন্য প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড পরীক্ষা নিচ্ছে রেল। বহু প্রতীক্ষিত এই পরীক্ষায় প্রায় ২৩ লক্ষ প্রার্থী নথিভুক্ত হয়েছিল। ১৩ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছে৷  দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি শনিবার থেকে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষায় বসবে প্রায় ২৭ লক্ষ প্রার্থী।

রেল বোর্ডের চেয়ারম্যান এও জানিয়েছেন, “করোনা ভাইরাসের প্রকোপের জন্য রেলের প্রশিক্ষণ কেন্দ্রগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ অনেকদিন প্রশিক্ষণ কেন্দ্রগুলি আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। তবে এখন আবার সব কেন্দ্র খোলা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কথা মতো প্রশিক্ষণও শুরু হয়েছে। এতদিন ধরে যাদের প্রশিক্ষণ হয়নি, এবার সব প্রশিক্ষণ শুরু হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + three =