পৃথিবীতে ভিনগ্রহীদের খোঁজ! চমকে দেওয়া তথ্য হাভার্ডের গবেষণায়

কলকাতা: পৃথিবীতে বাস করছে ভিনগ্রহীরা! মানুষ সেজে লুকিয়ে আছে ভিড়ের মধ্যে। চমকে দেওয়া তথ্য সামনে আনল হাভার্ডের গবেষণা। আচ্ছা, পৃথিবীর বাইরেও কি আছে প্রাণের সন্ধান? পৃথিবীর…

কলকাতা: পৃথিবীতে বাস করছে ভিনগ্রহীরা! মানুষ সেজে লুকিয়ে আছে ভিড়ের মধ্যে। চমকে দেওয়া তথ্য সামনে আনল হাভার্ডের গবেষণা। আচ্ছা, পৃথিবীর বাইরেও কি আছে প্রাণের সন্ধান? পৃথিবীর মতো আরও গ্রহ রয়েছে মহাবিশ্বে? এই প্রশ্ন নিয়ে মানুষের কৌতূহল বরাবরের। সেই কৌতূহল আরও বাড়িয়ে দিল হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্র।

হার্ভার্ড ইউনিভার্সিটির ‘হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রামে’র গবেষকরা এই গবেষণাপত্র প্রকাশ করেছেন। যেখানে উল্লেখ করা হয়েছে, কোটি কোটি আলোকবর্ষ দূরে নয়, পৃথিবীর মাটিতেও থাকতে পারে ভিনগ্রহীরা! হয়তো সাধারণ মানুষের ভিড়ে মিলেমিশে আছে তারা… খালি চোখে দেখে যাদের বোঝার উপায় নেই। না কোনও সায়েন্স ফিকশনের গল্প নয়। এমন দাবি করছে বিজ্ঞান।

মাঝেমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে UFO-দেখতে পাওয়ার খবর সামনে আসে, তা গুজব নয় বলেও দাবি করা হয়েছে গবেষণাপত্রে। বিজ্ঞানীদের ব্যাখ্যা, যে UFO নিয়ে এত কৌতূহল তা সত্যি সত্য়িই ভিনগ্রহীদের স্পেসশিপ হয়ে থাকতে পারে। সম্ভবত, পৃথিবীতে যে ভিনগ্রহীরা থাকে, তাদের সঙ্গে দেখা করতে আসে তাদের স্বজাতিরা। গবেষণা পত্র অনুযায়ী, ভিনগ্রহীরা আদতে পৃথিবীর মাটিতেই রয়েছে, কেউ কেউ হয়তো রয়েছে চাঁদেও। ছদ্মবেশে রয়েছে লুকিয়ে। এই বিষয়ে অসংখ্য প্রমাণ এবং তত্ত্ব রয়েছে বলেও দাবি করা হয়েছে গবেষণা পত্রে।

এই গবেষণা পত্রে ভিনগ্রহী সংক্রান্ত একটি হাইপোথিসিসকেও সমর্থন করা হয়েছে- যার নাম ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল হাইপোথিসিস। বিজ্ঞানীদের ব্যাখ্যা, বেশ কিছু প্রাণী সম্ভবত মানুষের ছদ্মবেশে মানুষের মধ্যে বসবাস করছে। এই প্রাণীদেরই ‘ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস’ বলা হয়। এই প্রাণীরা ভবিষ্যতের পৃথিবী থেকে টাইম ট্রাভেলের মাধ্যমে বর্তমানে সময়ে চলে আসতে পারে। এই ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল চার প্রকারের হতে পারে। হিউম্যান ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস, হোমিনিড বা থেরোপড ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস, প্রাচীন ভিনগ্রহী বা এক্সট্রাটেম্পেস্ট্রিয়াল ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস এবং ম্যাজিক্যাল ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস।

হিউম্যান ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস তত্ত্ব বলে পৃথিবীতে প্রাচীন কালে এক প্রযুক্তিগতভাবে উন্নত মানব সভ্যতা ছিল। যা বহুকাল আগে ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু, সেই সভ্যতার কয়েকজন এখনও টিকে আছে। যারা বর্তমান মানব সভ্যতার মধ্যে মিশে আছে।

হোমিনিড বা থেরোপড ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস, তত্ত্বে দাবি করা হয়, প্রযুক্তিগতভাবে উন্নত কিন্তু অ-মানব কোনও সভ্যতার প্রাণীরা আজও গোপনে এই পৃথিবীতে বসবাস করতে পারে। এরা বানরের মতো হোমিনিড বা অজানা কোনও বুদ্ধিমান ডাইনোসরের বংশধর।

প্রাচীন ভিনগ্রহী বা এক্সট্রাটেম্পেস্ট্রিয়াল ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস তত্ত্বে দাবি করা হয়, কোনও প্রাণী মহাবিশ্বের কোনও কোণা থেকে পৃথিবীতে বা চাঁদে এসে আত্মগোপন করে রয়েছে।

ম্যাজিক্যাল ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস তত্ত্বে কোনও ভিনগ্রহীদের নিয়ে আলোচনা হয় না। এখানে পরী, এলফ বা এরকম কোনও প্রাণীর কথা বলা হয়। যে কাহিনী বিজ্ঞান অপেক্ষা বেশি রূপকথা নির্ভর।

গবেষকদের দাবি, তাঁদের তত্ত্ব বিশ্বের অধিকাংশ বিজ্ঞানী কাছেই বিশ্বাসযোগ্য নয়, তবুও বিজ্ঞান জগৎকে খোলা মন নিয়ে তাঁদের দাবিগুলি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এই গবেষণাপত্র সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ভিনগ্রহীদের নিয়ে। সকলের প্রশ্ন, ওরা কি সত্যিই আছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *