ইন্ডিয়া ব্লকের পায়ে কোপ?

দিল্লি: ইন্ডিয়া ব্লক পঞ্চম দফায় নিজের পায়ে কোপ বসিয়েছে ১৫ আসনে! চলতি লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় সোমবার ভোটগ্রহণ ৪৯টি আসনে। এর মধ্যে ইন্ডিয়া ব্লকে থাকা…

দিল্লি: ইন্ডিয়া ব্লক পঞ্চম দফায় নিজের পায়ে কোপ বসিয়েছে ১৫ আসনে!

চলতি লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় সোমবার ভোটগ্রহণ ৪৯টি আসনে। এর মধ্যে ইন্ডিয়া ব্লকে থাকা ১৩টি দল ভোটের ময়দানে লড়তে নেমেছে। যার মধ্যে কংগ্রেস লড়ছে মাত্র ১৮টি আসনে। অর্থাৎ, এই দফার মোট আসনের মাত্র ৩৬.৭ শতাংশ আসনে লড়ছে কংগ্রেস। এদিকে ইন্ডিয়া ব্লকের উদ্ধবপন্থী শিবসেনা লড়ছে ১০টি আসনে, সমাজবাদী পার্টি লড়ছে ৮টি এবং বাংলায় তৃণমূল কংগ্রেস লড়ছে ৭টি আসনে, বিহারে রাষ্ট্রীয় জনতা দল লড়ছে ৪টি আসনে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-শরদচন্দ্র পাওয়ার গোষ্ঠী দুটি আসনে লড়ছে মহারাষ্ট্রের। অপরদিকে আজকের ৪৯টির মধ্যে সিপিআই (এম) এবং সিপিআই ৫ এবং ৪ টি করে আসনে লড়ছে। সিপিআই-এমএল আবার ঝাড়খণ্ডের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আজ। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকও মহারাষ্ট্রের দু’টি আসন থেকে লড়ছে।

এই দফায় মোট ১৫টি লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের দলগুলো একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে সাতটি লোকসভা আসন পশ্চিমবঙ্গে, তিনটি মহারাষ্ট্রে, দুটি করে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে এবং একটি আসন জম্মু ও কাশ্মীরে। এই আবহে বিরোধীদের ভোট কাটাকাটিতে আখেড়ে লাভ হতে পারে বিজেপির।

মনে করিয়ে দিই, আজ যেই যেই আসনে ইন্ডিয়া ব্লকের দলগুলি একে অপরের মুখোমুখি, এর মধ্যে থেকে ২০১৯ সালে ৯টিতে জিতেছিল বিজেপি এবং অবিভক্ত শিবসেনা (তখন এনডিএ-র অংশ)। ওদিকে তৃণমূল কংগ্রেস এর মধ্যে বাংলায় ৪টি আসনে জিতেছিল (হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, শ্রীরামপুর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *