নয়াদিল্লি: মুম্বইতে যখন ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠক চলছে, ঠিক তখনই জানা গেল সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে পাঁচ দিনের জন্য সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। প্রশ্ন উঠছে তবে দেশবাসী কী ফের কোনও যুগান্তকারী ঘটনার সাক্ষী হতে চলেছে? এমন কোনও বিল আনতে চলেছে কেন্দ্র যা লোকসভা নির্বাচনের আগে অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠবে?
‘এক দেশ এক নির্বাচন’, এই সংক্রান্ত বিল পেশ হবে সেপ্টেম্বর মাসে? নাকি ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বিল আনবে কেন্দ্র? বাকি জম্মু-কাশ্মীরকে পৃথক রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে? সেপ্টেম্বর মাসে সংসদে বিশেষ অধিবেশন বসবে, বৃহস্পতিবার কেন্দ্র এই ঘোষণা করার পরই বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে। তবে জানা যাচ্ছে ‘এক দেশ এক নির্বাচন’, এই সংক্রান্ত বিল পেশ করার সম্ভাবনাই প্রবল। বিল পেশ হওয়ার পর সেটি আইনে পরিণত হলে আগামী দিনে লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন একই সঙ্গে হবে।
এমনকী পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনও প্রয়োজনে একই সঙ্গে হতে পারে। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিভিন্ন আইন এনেছে নরেন্দ্র মোদি সরকার। সেই সঙ্গে বিজেপির লক্ষ্য যে ‘এক দেশ এক নির্বাচন’, সেটাও বারবার স্পষ্ট করেছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। ঘটনাচক্রে বৃহস্পতি ও শুক্রবার বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মুম্বইতে। সেই সময় এদিন দুপুরে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অধিবেশন ডাকার কথা ঘোষণা করেছেন ‘এক্স’ হ্যান্ডলের মাধ্যমে। তবে কি কারণে এই অধিবেশন ডাকা হচ্ছে তা স্পষ্ট করেননি তিনি। উল্লেখ্য ১৯ সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হবে গণেশ চতুর্থ উৎসব। তাই সেই সময় সংসদে বিশেষ অধিবেশন ডাকার পিছনে কি কারণ রয়েছে তা অনুসন্ধান করতে ব্যস্ত রাজনীতির কারবারিরা।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী শুধু জানিয়েছেন, ”অমৃত কালের দিকে তাকিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এই অধিবেশন ডাকা হয়েছে।” অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্যই সংসদে বিশেষ অধিবেশন ডাকার প্রচলন আছে। সেই জায়গায় সদ্য শেষ হয়েছে বর্ষাকালীন অধিবেশন। এরপর বসবে শীতকালীন অধিবেশন। তাই এখনই কী এমন গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে এল যার জন্য সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পাঁচ দিনের জন্য সংসদে অধিবেশন বসছে? এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।
সেই সূত্রে একাধিক সম্ভাবনার কথা বলছেন রাজনীতির কারবারিরা। তাঁদের একাংশ মনে করছেন দেশের সামগ্রিক ফৌজদারি আইন ব্যবস্থায় যে বদল আনার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে এই বিশেষ অধিবেশনে। এছাড়া এই অধিবেশনে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বিল পেশ করা হতে পারে বলেও কেউ কেউ মনে করছেন। তবে একটি সূত্রে জানা যাচ্ছে, ‘এক দেশ এক নির্বাচন’, এই বিল পেশ করার সম্ভাবনাই বেশি।
কয়েক মাস আগে একটি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে শোনা গিয়েছিল,”কয়েক মাস অন্তর কোথাও না কোথাও নির্বাচন হয়। এতে উন্নয়নের কাজে সমস্যা হয়। তাই এক দেশ এক নির্বাচন এই নীতি নিয়ে সবার ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে”। তাই এ বিষয়টি চর্চার মধ্যে উঠে এসেছে।
এছাড়া জল্পনায় রয়েছে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বিল পেশের বিষয়টিও। যদিও এই বিলটি নিয়ে বিজেপির একাধিক শরিক দলের আপত্তি রয়েছে। জনজাতি সমাজের একাংশ বিলটিকে কীভাবে নেবেন সেটাও চিন্তায় রেখেছে গেরুয়া শিবিরকে। তাই সেপ্টেম্বরের বিশেষ অধিবেশনে কোন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হতে চলেছে, তা নিয়ে জল্পনার শেষ থাকছে না। এছাড়া জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আগে তাকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সব মিলিয়ে সংসদের বিশেষ অধিবেশন ঘিরে নানা সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।