সপ্তম দফা, দেশ-রাজ্যের কোথায় কোথায় ভোট?

দিল্লি: শনিবার ভারতে চলতি বছরের লোকসভা নির্বাচনের শেষ ভোট। সপ্তম তথা শেষ দফার ভোটে ৭টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা ১৮ তম লোকসভা নির্বাচনে…

One Nation One Election

দিল্লি: শনিবার ভারতে চলতি বছরের লোকসভা নির্বাচনের শেষ ভোট। সপ্তম তথা শেষ দফার ভোটে ৭টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা ১৮ তম লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন। মোট প্রার্থীর সংখ্যা ৯০৭।

উত্তরপ্রদেশের ১৩ টি, পঞ্জাবের ১৩ টি, পশ্চিমবঙ্গের ৯টি, বিহারের ৮টি, ওড়িশার ৬টি, হিমাচল প্রদেশের ৮টি, ঝাড়খন্ডের ৩টি এবং চণ্ডীগড়ের ১টি আসনে শেষ পর্বে ভোট হচ্ছে। যেখানে বাংলার কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বসিরহাট, বারাসত, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার আসনে ভোট রয়েছে।

উল্লেখ্য, প্রায় দেড় মাস ধরে চলা ভোটপর্ব শেষ হওয়ার পরেই নির্বাচনীবিধি অনুযায়ী বিভিন্ন সংবাদমাধ্যম এবং জনমত সমীক্ষা সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হবে। এনডিএ না কি ‘ইন্ডিয়া’, তা নিয়ে জল্পনা চলবে আগামী মঙ্গলবার (৪ জুন), ভোটগণনার দিন পর্যন্ত। কে বসবে দিল্লির মসনদে? উত্তর দেবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *