ভোটার কার্ডে নাম তুলবেন? ঠিকানা-ছবি পাল্টাতে চান? কবে থেকে শুরু? কতদিন চলবে?

ভোটার কার্ডে নাম তুলবেন? ঠিকানা-ছবি পাল্টাতে চান? কবে থেকে শুরু? কতদিন চলবে?

44ad1a2ffc3b66b92869680d399e8ebe

কলকাতা: বছর ঘুরতেই লোকসভা ভোট৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ৷ সপ্তাহখানেক পরেই এই কাজ শুরু হবে বলে সোমবার জানালেন ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। তিনি জানিয়েছেন, আগামী ১৭ অক্টোবর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

 

সোমবার মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার বলেন, ‘‘১৭ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রত্যেক ভোটারের কাছে আমার আর্জি ,আপনারা সেই তালিকায় নিজেদের নাম দেখুুন, নিজের ভোটদান কেন্দ্র দেখুন। কোনও নাম যদি যুক্ত করতে হয় – সে নয়া ভোটার হোক বা মহিলা ভোটার,  অবশ্যই নাম যুক্ত করে নিন। কেউ যদি ছবি পাল্টাতে চান, মোবাইল নম্বর যোগ করতে চান, তাহলে সেটাও এই সময়ের মধ্যে করে ফেলুন।’

মুখ্য নির্বাচনী কমিশনার আরও বলেন, ‘‘বাড়ি-বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে৷ ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সমীক্ষা করা হবে। পুরো দেশে ভোটার তালিকা সংক্রান্ত কোনও বিষয়ে সংযোজন বা বিয়োজন, কিংবা  নাম সংশোধন করতে চান, তাহলে ভূমি সংস্কার আধিকারিকের মাধ্যমে তা করে নিন৷ অনলাইনেও এই কাজ করা যাবে।’ যাঁরা অনলাইনে ভোটার তালিকায় বিভিন্ন তথ্য পরিবর্তন করতে চান, তাঁদের https://voterportal.eci.gov.in/ -ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে৷  সবকিছু ঠিক থাকলে আগামী বছর মার্চ-এপ্রিলের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *