‘লোক দেখানো সার্কাস’, বাসে চেপে তৃণমূলের দিল্লি যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ লকেটের

‘লোক দেখানো সার্কাস’, বাসে চেপে তৃণমূলের দিল্লি যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ লকেটের

locket chatterjee

কলকাতা: একশো দিনের কাজের বকেয়া টাকা সহ একাধিক ক্ষেত্রে বঞ্চনার অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের  নামছে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে রয়েছে বিশেষ কর্মসূচি৷ প্রথমে ঠিক ছিল ট্রেনে করে নেতা-কর্মীদের নিয়ে দিল্লি যাবে তৃণমূল৷ কিন্তু, স্পেশাল ট্রেন না পেয়ে বাসে করেই কর্মী-সমর্থকদের দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে শাসক শিবির। সূত্রের খবর, দিল্লি যাত্রার জন্য প্রায় ৫০টি ভলভো বাসের বন্দোবস্ত করা হচ্ছে। তা নিয়েই তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ তথা রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের এই কর্মসূচিতে ‘লোক দেখানো’ ও ‘সার্কাস’ বলে খোঁচা দিলেন তিনি৷ 

ট্রেনের ব্যবস্থা না হওয়ায় তৃণমূলের কর্মী-সমর্থকদের বাসে করেই কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে৷ এই বাসগুলি যাবে বিজেপি শাসিত উত্তর প্রদেশের উপর দিয়ে৷ যোগী রাজ্যের উপর দিয়ে যাওয়ার সময় বাধা আসতে পারে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের সেই আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে লকেট বললেন, ‘‘কেউ তৃণমূলের এই সার্কাসে অংশ নেবে না। উত্তর প্রদেশের উপর দিয়ে গেলে, তাদের কর্মীদের গায়ে কেউ হাত দেবে না।”

লকেট আরও বলেন, গোটা বিষয়টি ‘লোক দেখানো’৷ তাঁর কথায়, “যে মানুষগুলিকে দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তারা তৃণমূল নেতাদের বাড়িতে গেলেই টাকা পেয়ে যাবেন। লাখ লাখ লোক থেকে দুই তিন হাজারে নেমে এসেছে। সবটাই যে লোক দেখানো, তা তো বোঝাই যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =