‘বাংলা মেয়েদের সম্মান চায়’, মমতাকে ঠুকে নারী দিবসে হুংকার লকেটের

নারী দিবসে পার্কস্ট্রিট কামদুনির দৃষ্টান্ত টেনে শাসকদলকে এক হাত নিয়েছেন গেরুয়া নেত্রী

7c8dd35fbbe014345a02203ef6eb400b

কলকাতা: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে গোটা পৃথিবীতে। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহে এই আন্তর্জাতিক দিনটিতেও লাগল রাজনীতির ছোঁয়া। রাজ্যে নারীদের অবস্থান সম্পর্কে ভোটের মুখে চাঁচাছোলা ভাষায় মমতা সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

দেশের মধ্যে নারীদের উপর অত্যাচারে এগিয়ে রয়েছে বাংলা, এদিন বিজেপির সদর দফতর হেস্টিংসের অফিস থেকে এমনটাই দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেছেন রাজ্যের শাসকদল মুখ্যমন্ত্রীকে সামনে রেখে যতই নারীবাদি স্লোগান খাঁড়া করুক না কেন, আসলে মানুষ তাদের স্বরূপ চিনে গিয়েছে। ‘এগিয়ে বাংলা’ কিংবা ‘বাংলার গর্ব মমতা’র মতো স্লোগান রয়ে গেছে কেবল মুখের কথা হয়েই।

নারী দিবস উপলক্ষ্যে সোমবার বিজেপির সদর কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আজকে নারীদের উপর অত্যাচারে, নারী পাচারে এগিয়ে রয়েছে বাংলা। অথচ বাংলায় নিজের মেয়েকেই চাই এই পোস্টারে ছেয়ে গেছে গোটা রাজ্য।” রাজ্যে ৩৪ বছরের বাম শাসন এবং ১০ বছরের তৃণমূল শাসনে নারীদের উপর অত্যাচারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়।

নারী দিবস উপলক্ষ্যে উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডের দৃষ্টান্তও এদিন তুলে এনেছেন গেরুয়া নেত্রী। তাঁর কথায়, “যাঁরা হাথরাস নিয়ে এত কথা বলেন তাঁরা কামদুনি আর পার্কস্ট্রিট ভুলে গেছেন। কিন্তু মানুষ ভোলেনি।” পার্কস্ট্রিট কিংবা কামদুনি কাণ্ডের এখনও পর্যন্ত বিচার হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এছাড়া তুলে এনেছেন সাম্প্রতিকতম জোড়াবাগানের ঘটনার দৃষ্টান্ত। লকেট চট্টোপাধ্যায় বলেছেন, “জোড়াবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, এখনও পর্যন্ত তার বিচার হয়নি। আমরা বাংলার মেয়েকে নয়, বাংলার সম্মান পেতে চাই। অপমানের বদলা চাই।”

উল্লেখ্য, গতকালই ব্রিগেড প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন লকেট চট্টোপাধ্যায়সহ অন্যান্য গেরুয়া নেতৃত্ব। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান নিয়ে সেখানেও মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়েছিলেন হুগলির সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *