সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের হাতে আটক লকেট, অগ্নিমিত্রা, ভারতী! নিউ টাউনে বিক্ষোভ

সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের হাতে আটক লকেট, অগ্নিমিত্রা, ভারতী! নিউ টাউনে বিক্ষোভ

locket chatterjee

কলকাতা: শাহজাহান শেখ গ্রেফতার৷ সিআইডি হেফাজত থেকে তিনি এখন সিবিআই-এর খাঁচায় বন্দি৷ কিন্তু সন্দেশখালি নিয়ে উত্তেজনা এখনও কমেনি৷ বৃহস্পতিবার বিকেলে ফের উত্তর ২৪ পরগণার এই ছোট্ট দ্বীপে যাওয়ার চেষ্টা করেন বিজেপি নেতৃত্ব৷ 

নিউ টাউনের কাছে পৌঁছতেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষদের পথ আটকায় পুলিশ। নারী দিবসের আগে বৃহস্পতিবার তাঁদের নেতৃত্বেই সন্দেশখালি যাওয়ার চেষ্টা করে বিজেপির মহিলা মোর্চার একটি দল৷ নিউ টাউনের কাছে পৌঁছতেই তাঁদের থামিয়ে দেওয়া হয়। পরে বিজেপির ওই তিন নেত্রীকে আটক করে নিউ টাউন থানার পুলিশ।

এর পরেই নিউ টাউন থানার বাইরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। অন্য দিকে, বিক্ষোভকারীরা যাতে কোনও ভাবেই থানা চত্বরে ঢুকতে না পারেন, সে জন্য বন্ধ করে দেওয়া হয় থানার দরজা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twelve =