ভিড়ের চাপে উধাও দূরত্ববিধি, প্রথম দিনেই বেসামাল লোকাল পরিষেবা!

ভিড়ের চাপে উধাও দূরত্ববিধি, প্রথম দিনেই বেসামাল লোকাল পরিষেবা!

 

কলকাতা: আশঙ্কা আগেও ছিল৷ লোকাল ট্রেনের চাপা গড়াতেই কার্যত লাটে উঠল দূরত্ব বিধি৷ কম সংখ্যায় লোকাল ট্রেন চলাচলের সৌজন্যে লোকালে-লোকালে বেড়েছে ভিড়৷ জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার সন্ধানে নামতে বাধ্য হয়েছেন আম জনতা৷ স্টেশনের বাইরে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হলেও লোকালের অন্দরে বাদুড়ঝোলা ভিড়৷ ঠাসাঠাসি করে রেল সফরে বাধ্য হচ্ছেন যাত্রীরা৷ যাত্রীদের অভিযোগ, সাধারণ সময়ে যত লোকাল ট্রেন চলাচল করে, তাতেই থাকে বাদুড়ঝোলা ভিড়৷ আর করোনা আবহে কম লোকাল চলাচলের প্রভাব পড়ছে লোকাল ট্রেনের অন্দরে৷ ৪ জনের আসনে ৫ জন যাত্রী সঙ্গে গায়ে-গা গালিয়ে দাঁড়িয়ে-দাঁড়িয়ে চলছে লোকাল যাত্রা৷ নিউ নর্মালে লোকাল সফরেও বদল ঘটেনি রেল-যন্ত্রণার ছবি, অভিযোগ যাত্রীদের৷

দীর্ঘ প্রায় সাড়ে ৭ মাস বন্ধ থাকার পরে আজ থেকে রাজ্য চালু হয়ে গিয়েছে সাধারণের জন্য লোকাল ট্রেন পরিষেবা৷ সকাল থেকেই স্টেশনে স্টেশনে বেড়েছে যাত্রীদের ভিড়৷ অস্থায়ী ব্যারিকর্ড তৈরি করে স্টেশনের বাইরে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও লোকালের অন্দরে ফিরেছে চেনা বাদুড়ঝোলা ভিড়ের ছবি৷ দূরত্ববিধি তো দূর, লোকালে পা গলানো এখন কার্যত দায়৷ সাধারণ সময়ে অফিস টাইমে যে হারে ভিড় হয়, নিউ নর্মালের লোকালে তার দ্বিগুন ভিড় লক্ষ্য করা গিয়েছে৷ যাত্রীদের অভিযোগ, কম সংখ্যায় লোকাল ট্রেন চলার কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে৷ করোনা আবহে দূরত্ববিধি পালন করতে গেলে প্রয়োজন বেশি সংখ্যায় লোকাল ট্রেন৷ কম ট্রেন চালিয়ে আদৌও যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, আরও আরও একবার প্রমাণ করল নিউ নির্মালে ছুটতে থাকা গেদে-বনগাঁ-ক্যানিং-নামখানা লোকাল৷

মধ্যরাতে হাওড়া থেকেই প্রথম লোকাল ট্রেন ছেড়ে গিয়েছে মেদিনীপুর লোকাল৷ তাতে ছিল হাতে গোনা কয়েকজন যাত্রী৷ বর্ধমান কর্ড লোকালেও যাত্রী সংখ্যা ছিল কম৷ পরে বেলা বাড়তেই চেনা ভিড় ফিরেছে লোকালে৷ ভোরের দিকে কিছুটা ভিড় কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে যাত্রীদের ভিড়৷ যাত্রীদের মুখে মাস্ক থাকলেও ভিড়ের চাপে লাটে দূরত্ববিধি৷ স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে হকারদের লোকালে উঠতে দেওয়া হচ্ছে না৷ স্টেশন চত্বরে চলছে থার্মাল চেকিং৷ মোতায়েন রয়েছে পর্যাপ্ত রেল পুলিশ৷ কিন্তু, লোকালে ওঠার আগে পর্যন্ত সমস্ত বিধি অক্ষরে অক্ষরে পালন করা হলেও লোকাল ট্রেনের অন্দরে ধরা পড়েছে দূরত্ববিধি লাটে ওঠার ছবি৷ প্রথম দিনে যাত্রী ভিড় দেখে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ৷ আগামী সপ্তাহে ৬০-৭০ শতাংশ লোকাল ট্রেন চালানোর বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে রেল কর্তৃপক্ষ৷ অফিস টাইমে ৯০ শতাংশ লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন হাওড়া শাখার ডিআরএম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − five =