liquor
মুম্বই: উৎসবের মরশুমে সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর। দেশের ব্যস্ততম শহর সহ গোটা রাজ্যেই বাড়তে চলেছে মদের দাম। ১ নভেম্বর থেকে মদের দাম বাড়ছে মহারাষ্ট্রে৷ নভেম্বরের শুরু থেকেই ক্লাব, লাউঞ্জ ও বারে মদ্যপানের উপর ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট চাপানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরফলে মোট ভ্যাটের পরিমাণ বেড়ে হল ১০ শতাংশ। মহারাষ্ট্র সরকারের নয়া সিদ্ধান্তে বার থেকে ক্লাব, মুম্বইয়ে এবার অ্যালকোহল পান করা ব্যয়বহুল হবে৷
নন-কাউন্টার সেলের ক্ষেত্রে অবশ্য কোনও চার্জ লাগছে না। এক্ষেত্রে দাম অপরিবর্তিতই থাকছে। প্রথম সারির একটি পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ফোর স্টার বা ফাইভ স্টার হোটেলগুলোর ক্ষেত্রে মদের উপর ভ্যাটে বৃদ্ধি পাচ্ছে না। তার কারণ হল সেগুলো থেকে ইতিমধ্যেই ২০ শতাংশ ভ্যাট দেওয়া হচ্ছে। উল্লেখিত বিষয় হল, ভ্যাট বাড়ানোর আগে সরকার সম্প্রতি লাইসেন্স ফি-ও বাড়িয়েছে। এই বৃদ্ধি গ্রাহকদের পকেটে প্রভাব ফেলবে।
মহারাষ্ট্রে যেখানে মদের উপর ভ্যাট বৃদ্ধি করা হল, সেখানে গোয়া, চণ্ডীগড় ও হরিয়ানার মতো শহরে মদের দাম কমাল সংশ্লিষ্ট রাজ্য সরকার। মহারাষ্ট্রে মদের উপর ভ্যাট বৃদ্ধি করার ফলে খুব স্বাভাবিক ভাবেই ওই রাজ্যে বাড়ছে মদের দাম।