নিষেধাজ্ঞা চাপিয়েছে সরকার, টানা ২ দিন মদ না পেয়ে আত্মহত্যা

দেশজুড়ে লকডাউন পরিস্থিতিতে জরুরি পরিষেবা পাবে জনগণ, এমনই ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তাই মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেরল। তার জেরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে সেই রাজ্যে। পরিবার সূত্রে জানা গেছে, মদ না পাওয়ায় নানা উপসর্গ দেখা গিয়েছিল ওই ব্যক্তির মধ্যে। প্রাথমিক তদন্তে অনুমান, সেই কারণেই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

a247144efcffa753f2579116b6bb06ee

তিরুঅনন্তপুরম: দেশজুড়ে লকডাউন পরিস্থিতিতে জরুরি পরিষেবা পাবে জনগণ, এমনই ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তাই মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেরল। তার জেরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে সেই রাজ্যে। পরিবার সূত্রে জানা গেছে, মদ না পাওয়ায় নানা উপসর্গ দেখা গিয়েছিল ওই ব্যক্তির মধ্যে। প্রাথমিক তদন্তে অনুমান, সেই কারণেই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে৷

নোজ কুলাঙ্গারা নামে ৩৮ বছরের এক ব্যক্তির মৃতদেহ আবিষ্কার করেছে পুলিশ। সূত্রের খবর, ঘরের সিলিং ফ্যানে ঝুলছিল তাঁর দেহ। পুলিশ শুক্রবার উদ্ধার করে মৃতদেহটি। কিন্তু কী কারণে মৃত্যু সেই বিষয়ে পরিবারের তরফে দাবি করা হয়েছে, সনোজ মাদকাসক্ত ছিলেন। রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হলে তাঁর মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছিল। এর আগে তিরুবনন্তপুরমের হাসপাতালে ভর্তি চারজনের কথা বলেছিলেন কেরলে পর্যটন মন্ত্রী। তাঁদের মধ্যেও মদ না পাওয়ার জেরে একাধিক সমস্যা দেখা দিয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, 'উইথড্রয়াল সিম্পটম'-এর জেরেই আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।

লক ডাউন পরিস্থিতিতে হোটেল, বার, রেস্তোরাঁ বন্ধের নির্দেশ আগেই দিয়েছিল কেরল সরকার। গত বুধবার মদ বিক্রিও বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই নির্দেশ। কারণ হিসেবে বলা হয়, কেন্দ্র সরকার নির্দেশিত জরুরি পরিষেবার তালিকায় মদের কথা উল্লেখ নেই। এদিকে মনরোগ বিশেষজ্ঞরা আগেই পরিসংখ্যান তুলে ধরে এই নিষেধাজ্ঞার কারণে সম্ভাব্য সমস্যার কথা তুলে ধরেছিলেন। তাঁদের তথ্য অনুসারে, কেরলে প্রায় ১৬ লক্ষ মাদকাসক্ত রয়েছে। এমনকী, মনোবিদরা এই বিষয়ে সতর্কবার্তাও দিয়েছিলেন যে, করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলিতে যে পরিমাণ আক্রান্তের চাপ বাড়ছে, তাতে 'উইথড্রয়াল সিম্পটম'-এর জেরে নতুন সমস্যা দেখা দিলে, তা চাপে ফেলবে স্বাস্থ্যবিভাগকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *