বেজিংয়ে বিমানবন্দরে নামতেই মেসিকে আটক করল চিনা পুলিশ! কিন্তু কেন? ভাইরাল ভিডিয়ো

বেজিংয়ে বিমানবন্দরে নামতেই মেসিকে আটক করল চিনা পুলিশ! কিন্তু কেন? ভাইরাল ভিডিয়ো

বেজিং: আর্জেন্টিনার হয়ে চিনে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়ে বিপাকে লিয়োনেল মেসি৷ ড্রাগনের দেশে প্রবেশের আগেই বাধা৷ বিমানবন্দরে আটকানো হল বিশ্বকাপজয়ী ফুটবলারকে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ কিন্তু কেন আটকানো হল আর্জেন্টাইন সুপারস্টারকে? 

আগামী ১৫ জুন দেশের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন লিও৷ ওই প্রদর্শনী ম্যাচটি হওয়ার কথা চিনের ওয়ার্কার্স স্টেডিয়ামে৷ ওই ম্যাচ খেলতেই ১০ জুন বেজিং পৌঁছন আর্জেন্টিনার অধিনায়ক৷ কিন্তু, তিনি নিজের দেশের পাসপোর্টটাই আনতে ভুলে যান৷ সেই কারণেই এই সমস্যা৷ তাঁকে আটক করে চিনের সীমান্ত পুলিশ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসি আর্জেন্টিনার পাসপোর্টের বদলে স্পেনের পাসপোর্ট নিয়ে চিনে নেমেছিলেন। ওই পাসপোর্টে চিনে থাকার ভিসা ছিল না। ফলে সমস্যা তৈরি হয়৷ যদিও ৩০ মিনিটের মধ্যেই সেই সমস্যার সমাধান হয়ে যায়। এলএম ১০ বেজিংয়ে ঢোকার অনুমতি পান। এর পরেই বিমানবন্দর ছেড়ে হোটেলের উদ্দেশে রওনা দেন কিংবদন্তী।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মেসির হাতে একটি পাসপোর্ট ধরা রয়েছে। তিনি সতীর্থ ফুটবলারদের সঙ্গে এ বিষয়ে কিছু কথা বলছেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে চিনা পুলিশবাহিনী। মেসি আর্জেন্টিনার পাসপোর্ট আনতে ভুলে গিয়েছিলেন। সেই পাসপোর্টেই চিনের ভিসা ছিল। এই গোলমালের জেরে নিরাপত্তারক্ষীরা ধন্দে পড়ে যান। কিছু ক্ষণ কথাবার্তার পর অবশ্য তাঁকে এন্ট্রি ভিসা দেওয়া হয়। বিমানবন্দর ছাড়েন মেসি।

১৫ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খোলবে আর্জেন্টিনা৷ এর পর ইন্দোনেশিয়ার বিরুদ্ধে নামবে তাঁরা। ১৯ জুন সেই ম্যাচ হবে জাকার্তায়। ওদিকে, ইতিমধ্যেই পিএসজির সঙ্গে সম্পর্কে ইতি টেনে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। জুলাই থেকেই নতুন ক্লাবের জার্সিতে দেখা যাবে লিয়োকে৷