কলকাতা: সদ্য সমাপ্ত হয়েছে ফুটবল বিশ্বকাপ। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে সোনালি বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্তিনা৷ লেখা হয়েছে রূপকথায় ইতিহাস৷ যে ইতিহাসে স্বপ্নের নায়ক অবশ্যই লিয়োনেল মেসি৷ ফুটবল জীবনের প্রায় সব ট্রফি ঝুলিতে পুড়েই বিশ্বকাপ খেলতে নেমেছিলেন তিনি৷ বাকি ছিল বিশ্বকাজ জেতা৷ কাতারে এসে সেই স্বপ্নও পূরণ হয়েছে তাঁর৷ এখন প্রশ্ন, ২০২২-এ কাতার বিশ্বকাপই কি মেসির জীবনের শেষ বিশ্বকাপ?
আরও পড়ুন- ১৬৮ রানের ব্যবধানে কিউই বধ! টি-২০ সিরিজ জিতল ভারত
মেসি নিজেও বহুবার ইঙ্গিত দিয়েছেন, যে এটাই তাঁর শেষ বিশ্বকাপ৷ তবে বিশ্বকাপ জেতার পর খিদেটা যেন নতুন করে বেড়ে গিয়েছে লিয়োর৷ ক্লাব ফুটবলে ধারাবাহিক ভাবে ভাল ফল করছেন মেসি৷ নিদের ক্লাব পিএসজির হয়ে গোল করেই চলেছেন তিনি। লিগ ওয়ানে মঁপেইয়ের বিরুদ্ধে গোল করে ইউরোপের সবচেয়ে বেশি গোলদাতা এখন তিনি। টপকে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনান্ডোকেও। ফলে মেসিকে নিয়ে নতুন করে আশা জেগেছে ভক্তদের মনে৷ ২০২৬-এও বিশ্বকাপের আসরে তাঁকে বল পায়ে দেখা যাবে বলে আশায় বুক বাধছেন ফুটবল প্রেমীরা৷
বিশ্বকাপের পর মেসি বলেছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। কিন্তু এখন মনে হচ্ছে ২০২৬-এও বিশ্বকাপের আসরে দেখা যাবে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বয়সের জন্য ২০২৬-এ বিশ্বকাপ খেলা বেশ কঠিন হবে। তবে আমি ফুটবল খেলতে ভালোবাসি। যতক্ষণ অনুভব করব আমি ভালো অবস্থায় আছি এবং খেলা উপভোগ করছি, ততক্ষণ খেলা চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনও অনেকটাই দেরি। ফলে তখন খেলব কিনা সে বিষয়ে এখনই নিশ্চিত নই। আমার ফিটনেস কতটা থাকবে তার উপর নির্ভর করবে সবটা।’
আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য চান, মেসি পরবর্তী বিশ্বকাপেও খেলুক। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমি মনে করি মেসি পরবর্তী বিশ্বকাপেও খেলার ক্ষমতা রাখবে৷ তবে মেসি নিজে কী চান এবং পরিস্থিতি কেমন থাকবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। মেসির জন্য দলের দরজা সবসময় খোলা থাকবে। মেসি খেললে আমাদের দেশের নিশ্চিত ভাবেই ভালো ।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>