নয়াদিল্লি: এলআইসি পলিসির সঙ্গে প্যান সংযোগের শেষ দিন ঘোষণা করল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি এলআইসি তথা জীবন বীমা নিগম। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে এলআইসি-র তরফে বলা হয়, জীবন বীমা নিগমের পক্ষ থেকে ২০২৩ সালের ৩১ মার্চের আগে প্যান কার্ড সংযোগের পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা এখনও পলিসির সঙ্গে নিজেদের প্যান কার্ডের সংযোগ করেননি, তাঁদের জন্যে এই সময়সীমা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন- লিভ-ইন সঙ্গী নয়, নিকিকে বিয়ে করেছিলেন সাহিল! স্বামীর কাছে ফিরতে নারাজ নতুন বউ
গ্রাহকরা নিজেরাই সরাসরি LIC India-র ওয়েবসাইট গিয়ে প্যান কার্ড এবং পলিসির মধ্যে লিঙ্ক করে নিতে পারবেন। পাশাপাশি, কারও প্যান কার্ডের সঙ্গে এলআইসি পলিসির সংযোগ রয়েছে কিনা সেই স্ট্যাটাসও ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া যাবে। প্রসঙ্গত, এলআইসি পলিসির সঙ্গে প্যান যুক্ত থাকলে পরিষেবার ক্ষেত্রে তা আরও সুবিধাজনক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কী ভাবে এলআইসি পলিসির সঙ্গে প্যান কার্ডের স্ট্যাটাস দেখা যাবে?
প্রথম ধাপ: সবার আগে আপনাকে linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANSstatus-এ সাইন ইন করতে হবে।
দ্বিতীয় ধাপ: এরপর গ্রাহককে নিজের পলিসি নম্বর সঠিক ভাবে পুট করতে হবে।
তৃতীয় ধাপ: নিজের প্যান কার্ডের তথ্য-সহ জন্মতারিখ লেখার পর ক্যাপচা কোড জমা দিন।
চতুর্থ ধাপ: শেষ এবং চতুর্থ ধাপে ‘Submit’ করুন৷
এই চারটি ধাপ সম্পন্ন করার পর গ্রাহক নিজের ফোন অথবা কম্পিউটার স্ক্রিনে প্যান এবং এলআইসি-র সংযোগের স্ট্যাটাস দেখতে পাবেন।
কিন্তু, যদি কোনও গ্রাহকের জীবন বীমা পলিসির সঙ্গে প্যান যুক্ত করা না থাকলে, তাঁকে প্যান রেজিস্টার করতে হবে। প্যান রেজিস্টারের পর আপনাকে একটি নতুন ওয়েব পেজে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
কী ভাবে এলআইসি পলিসির সঙ্গে প্যান কার্ডে যুক্ত করবেন?
এক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ রয়েছে৷
প্রথম ধাপ: সর্ব প্রথম আপনাকে linkpan.licindia.in/UIDSeedingWebApp/home-এ লগ ইন করতে হবে।
দ্বিতীয় ধাপ: নিজের প্যান কার্ডের তথ্য অনুসারে জন্মতারিখ এবং লিঙ্গ উল্লেখ করুন৷
তৃতীয় ধাপ: প্যান কার্ডের বিবরণ-সহ নিজের ইমেল আইডি দিন।
চতুর্থ ধাপ: নিজের নাম, ফোন নম্বর এবং পলিসি নম্বর উল্লেখ করুন৷
পঞ্চম ধাপ: ক্যাপচা দেওয়ার পর “Get OTP” বিকল্পটি বেছে নিন। আপনার মোবাইলে আসা ওটিপি দিলেই পলিসির সঙ্গে যুক্ত হয়ে যাবে আপনার প্যান। এরপরই আপনি নিজের ফোন অথবা কম্পিউটার স্ক্রিনে প্যান এবং এলআইসি পলিসির অনুরোধের লিঙ্ক দেখতে পাবেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>