বাতিল হতে পারে বহু রেশন কার্ড! ৪ দিনের মধ্যে ব্যবস্থা না দিলে বিপত্তি!

রেশন থেকে চাল-গম বা অন্যান্য সামগ্রী কিনতে আধার কার্ডের সংযুক্তিকরণের কথা আগেই বলা হয়েছিল। লকডাউনের জেরে কেন্দ্র সরকারের তরফে সেই সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হয়েছে। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত সংযুক্তিকরণের কাজ চলবে। 

 

নয়াদিল্লি: রেশন থেকে চাল-গম বা অন্যান্য সামগ্রী কিনতে আধার কার্ডের সংযুক্তিকরণের কথা আগেই বলা হয়েছিল৷ লকডাউনের জেরে কেন্দ্র সরকারের তরফে সেই সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হয়েছে৷  চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত সংযুক্তিকরণের কাজ চলবে৷

 

প্রসঙ্গত, আগামী বছরের ৩০ জুনের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প চালু করতে চায়েছিল নরেন্দ্র মোদী সরকার। আর ঠিক এই কারণেই রেশন কার্ডের সঙ্গে আধার যোগ বাধ্যতামূলক করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের পর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত না করলে আর সামগ্রি কেনা যাবে না রেশন দোকান থেকে৷ প্রয়োজেন কার্ড বাতিল পর্যন্ত হতে পারে৷ তবে আধার নম্বর না থাকলে উপভোক্তাদের রেশন থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছে, কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক৷

 

অনলাইন ও অফলাইন দুইভাবেই এই সংযুক্তিকরণের কাজ করা যাবে। অনলাইনের ক্ষেত্রে  https://uidai.gov.in/ এই ওয়েবসাইটে লগ ইন করে নির্দিষ্ট তথ্য ভরে দিতে হবে। এরপর রেশন কার্ড নম্বর, আধার নম্বর, ই-মেল এবং মোবাইল নম্বর দিতে হবে। এরপর একটি ওটিপি আসবে ওই মোবাইল নম্বরে, যা ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলেই সংযুক্তিকরণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অন্যদিকে, অফলাইনের ক্ষেত্রে স্থানীয় রেশন দোকানে গিয়ে সংযুক্তিকরণ করতে পারবেন উপভোক্তারা। এক্ষেত্রে উপভোক্তা ও পরিবারের সদস্যদের আধার কার্ডের ফোটোকপি, পরিবারের কর্তার একটি পাসপোর্ট সাইজের ফোটো এবং রেশন কার্ড রেশন দোকানে নইয়ে যেতে হবে। কোনও উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বরের সঙ্গে সংযুক্ত না থাকলে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের ফোটোকপি জমা দিতে হবে। এরপর সংযুক্ত মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে, সেটি রেখে দিতে হবে। সংযুক্তিকরণের কাজ সম্পূর্ণ হলে আরও একটি এসএমএস আসবে ওই নম্বরে।

 

প্রসঙ্গত, এই সংযুক্তিকরণের ফলে উপভোক্তা  দেশের যে কোনও প্রান্তের রেশন দোকান থেকে খাদ্যশস্য বা অন্যান্য সামগ্রী কিনতে পারবেন। এর ফলে কেন্দ্র সরকার দাবি করেছে, ভুয়ো রেশন কার্ডের রমরমা অনেকটাই কমে যাবে৷ বাতিল হতে পারে বহু ভুয়ো রেশন কার্ড৷ পাশাপাশি উপভোক্তা অন্য রাজ্য থেকেও রেশন সামগ্রী কিনতে পারবেন। কেননা,  দেশের সমস্ত রেশন কার্ডের তথ্য জমা থাকবে একটি সার্ভারে। যার ফলে দেশের যেকোনও প্রান্তের রেশন ডিলার ভোক্তার তথ্য দিয়ে বিচার করে তাঁকে রেশন সামগ্রী বেচতে পারবেন। নয়া এই ব্যবস্থায় বাসস্থান বদলালেও নতুন করে কার্ডে ঠিকানা পরিবর্তনের ঝামেলা থাকবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =