মাঘ শেষের আগেই বিদায় শীত? তাপমাত্রা বাড়ার সঙ্গেই দক্ষিণের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস

মাঘ শেষের আগেই বিদায় শীত? তাপমাত্রা বাড়ার সঙ্গেই দক্ষিণের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস

light rain

কলকাতা: মাঘের বাঘা শীত জাঁকিয়ে বসতে না বসতেই বেজে গিয়েছে বিদায় ঘণ্টা৷ কনকনে হাওয়ায় শীতের মেজাজ এবারের মতো আর ফিরবে না বলেই ইঙ্গিত হাওয়া অফিসের৷ আগামী কয়েক দিনে নতুন করে তাপমাত্রা কমার পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। এরই মধ্যে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি৷ 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার রাজ্যের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ভিজতে পারে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম৷ মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে আরও তিনটি জেলা দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে৷ য়। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে আকাশ৷ তবে দক্ষিণের বাকি জেলায় আবহাওয়া শুকনো থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন বৃষ্টি হবে। সোমবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। এ ছাড়াও, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং ছাড়া অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =