light rain
কলকাতা: শীত শেষে বসন্ত এসেছে রাজ্যে৷ এই সময় সাধারণত হালকা শীতের আমেজ থাকে৷ কিন্তু সেই আমেজ ভেস্তে দিনের পারদ চড়েছে ৩০ ডিগ্রিতে৷ এরই মাঝে আবার নেমেছে বৃষ্টি৷ হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে আরও কিছুটা চড়বে তাপমাত্রার পারদ৷ আজ, শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে৷ শনিবার ভিজবে বাকি জেলাগুলি৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় জেলায়। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় শনিবারের পর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও৷