জীবন বিমা তো আছেই, এবার স্বাস্থ্য বিমা আনছে LIC

কলকাতা: জীবন বিমা তো ছিলই, এবার স্বাস্থ্য বিমা আনার পরিকল্পনা করছে লাইফ ইনস্যুয়েন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)। জীবন বিমার বাজারে এলআইসি সাধারণ মানুষের কাছে একটা…

কলকাতা: জীবন বিমা তো ছিলই, এবার স্বাস্থ্য বিমা আনার পরিকল্পনা করছে লাইফ ইনস্যুয়েন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)। জীবন বিমার বাজারে এলআইসি সাধারণ মানুষের কাছে একটা ভরসার নাম। সেই ভরসায় আস্থা রেখেই স্বাস্থ্য বিমা আনার উদ্যোগ নিয়েছে এলআইসি৷ এই স্বাস্থ্য বিমা এলে নিশ্চিত ভাবেই তা গ্রাহকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

রাষ্ট্রায়ত্ত এই বিমা সংস্থার খরচ কমাতে একসঙ্গে একাধিক ইনস্যুরেন্স চালু করার প্রস্তাব দিয়েছিল সংসদীয় প্যানেল। বর্তমানে এলআইসির যে স্বাস্থ্য বিমা রয়েছে, তাতে গ্রাহকদের দীর্ঘমেয়াদি সুবিধা দেওয়া হয়ে থাকে৷ হাসপাতালের খরচ বা ক্যাশলেস চিকিৎসার সুবিধা দিতে হলে এলআইসিকে আইনে বদল আনতে হবে৷ যা লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে সম্ভব নয়৷

 

বিশেষজ্ঞরা মনে করেন, নতুন আঙ্গিকে স্বাস্থ্য বিমা বাজারে এলে এলআইসি-র গ্রাহক সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে বৈকি।২০২২-২৩ অর্থবর্ষে প্রায় ২.৩ কোটির হেলথ ইনস্যুরেন্স কভার দিয়েছিল এলআইসি। যা থেকে উপকৃত হয়েছে ৫৫ কোটি গ্রাহক। এর মধ্য়ে সরকারের স্পনসর করা ব্যবসার আওতায় রয়েছে ৩০ কোটি টাকা। আর ২০ কোটি টাকা গ্রুপ ইনস্যুরেন্সের আওতায় রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *