LIC-র নতুন চমক ‘বিমা জ্যোতি’! জেনে নিন আকর্ষণীয় সুবিধাগুলি

LIC-র নতুন চমক ‘বিমা জ্যোতি’! জেনে নিন আকর্ষণীয় সুবিধাগুলি

3 stocks recomended

নয়াদিল্লি: দেশে যত উত্তরোত্তর করোনা অতিমারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে, তত বেড়েছে জীবন বিমার গুরুত্ব। করোনাকালে অনেকের মৃত্যুকে প্রত্যক্ষ করে মানুষজন জীবন বিমাকে শুধুমাত্র স্বল্প লাভের অর্থ চঞ্চয় হিসেবে আর দেখেছে না। এমনকি, গতবছর অর্থাৎ, ২০২০ সালে ভারতে গুগুল সার্চে সবথেকে বেশি বার খোঁজা হয়েছে জীবনবিমার পলিসির খুঁটিনাটি; এর মধ্যে কেউ ভাবছেন সন্তানদের ভবিষ্যতের জন্য, কেউবা নিজের স্ত্রীয়ের জন্য। 

আর জনগণের এই বাড়তে থাকে বিমা-আগ্রহকে কাজে লাগাতেই লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি একটি নতুন পলিসি বাজারে নিয়ে এল, যার নাম ‘বীমা জ্যোতি’ স্কীম। এটি একটি সম্পুর্ন আলাদা ব্যক্তিগত সঞ্চয় ও সুরক্ষার পলিসি। এই স্কীমে গ্রাহকের মৃত্যুর পর তার সমস্ত সঞ্চিত ও বীমাজাত অর্থ একসঙ্গে তার পরিবারকে ফিরিয়ে দেওয়া হবে। জেনে নেওয়া যাক এই পলিসির কিছু দরকারি তথ্য:

(১) পলিসিটি অনলাইন বা এজেন্ট মাধ্যমে কেনা যাবে। 

(২) এই স্কীমে প্রতি বছরের শেষে ১০০০+৫০ অর্থাৎ ১০৫০ টাকা প্রিমিয়াম জমা করতে হবে।

(৩) পলিসি চলাকালীন গ্রাহকের মৃত্যু হলে পলিসির শর্তানুযায়ী বীমাজাত অর্থ প্রদান করা হবে গ্রাহকের পরিবারকে।

(৪) এই স্কীমের আওতায় নূন্যতম ‘বেসিক ফিক্সড’ অর্থ হবে ১ লক্ষ টাকা, যার কোনো উর্ধ্বসীমা নেই।

(৫) একজন গ্রাহক এই স্কীম ১৫ বা ২০ বছরের জন্য নিতে পারবেন এবং পলিসির প্রিমিয়াম প্রদানের মোট সময়কাল এই পলিসির মোট মেয়াদ থেকে ৫ বছর বাদ দিয়ে হিসাব করা হবে।

(৬) এই পলিসি করা যাবে ৯০ দিন থেকে ৬০ বছর পর্যন্ত বয়স্ক গ্রাহকের নামে। তবে প্রতিক্ষেত্রে ম্যাচুরিটি অর্থ ও বীমাজাত অর্থের পরিমাণ ভিন্ন হবে।

(৭) এই স্কীমের প্রিমিয়াম বাৎসরিক, অর্ধ-বাৎসরিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে জমা করা যাবে। পাশাপাশি নগদ প্রয়োজন মেটানোর জন্য ঋণের ব্যবস্থাও থাকছে এই পলিসিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twelve =