করোনা আক্রান্ত হলেও নিস্তার নেই ভোট কর্মীদের, বাড়ছে ক্ষোভ, কমিশনকে চিঠি

করোনা আক্রান্ত হলেও নিস্তার নেই ভোট কর্মীদের, বাড়ছে ক্ষোভ, কমিশনকে চিঠি

 

 
কলকাতা: ভোট কর্মী হিসেবে একসঙ্গে প্রশিক্ষণ নেওয়া ১০ জন শিক্ষকের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন একজন। তা সত্ত্বেও বাকি ৯ জন শিক্ষক কীভাবে ভোট কর্মীর দায়িত্ব পালন করবেন তা নিয়ে কোনও নির্দেশিকা দেয়নি নির্বাচন কমিশন৷ এই নিয়ে এবার কমিশনের দ্বারস্থ হল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷ পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কোয়ারেন্টাইন লিভ সম্পর্কিত নির্দেশিকা জারি করার জন্যও কমিশন ও শিক্ষা দফতরকে চিঠি দিল ঐক্য মঞ্চ।

শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, ‘‘ভবানীপুরের রামরিক ইনস্টিটিউশন স্কুলের ১০ জন শিক্ষক একসঙ্গে ভোটের প্রশিক্ষণ নিয়েছিলেন৷ কিন্তু গত ৫ এপ্রিল তাদের মধ্যে ১জন শিক্ষক কোভিড আক্রান্ত হন৷ মঙ্গলবার তাকে চার্নক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জেলার ডিআইকে বিষয়টি জানিয়েছেন রামরিক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক৷’’

আগামী ১০ এপ্রিল নির্বাচনের চতুর্থ দফায় ভোট কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়ার কথা ওই ১০ শিক্ষকের৷ কিন্তু এর মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে এবার বাকি ৯ জন কীভাবে সেই দায়িত্ব পালন করবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ করোনা বিধি অনুযায়ী, কোভিড আক্রান্ত ব্যক্তির সঙ্গে থাকা অন্যান্য ব্যক্তিদেরও ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়৷ সেক্ষেত্রে নির্দিষ্ট বুথে ওই ৯ জন শিক্ষক ভোট কর্মী হিসেবে উপস্থিত থাকতে পারবেন না৷ এই নিয়ে নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশিকা জারি করার দাবি জানিয়েছে ঐক্য মঞ্চ৷

অন্যদিকে, নির্দেশিকা জারি করে কোয়ারেন্টাইন লিভের অনুমোদন করা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য৷ কিন্তু এ নিয়ে শিক্ষা দফতরের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য কোনও নির্দেশিকা জারি করা হয়নি বলে অভিযোগ৷ এই বিষয়েও অবিলম্বে নির্দেশিকা জারি করার দাবি জানিয়ে শিক্ষা দফতরে চিঠি দিয়েছে ঐক্য মঞ্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =