গ্রেফতারি শুরু করুক ইডি-সিবিআই, নির্দেশ শুভেন্দুর, ‘বাবার সম্পত্তি নাকি!’পাল্টা ফিরহাদ

গ্রেফতারি শুরু করুক ইডি-সিবিআই, নির্দেশ শুভেন্দুর, ‘বাবার সম্পত্তি নাকি!’পাল্টা ফিরহাদ

88fa96b2d4a5c3b198a4d7d9c9ecd9f6

কলকাতা: আদালতের নির্দেশে রাজ্যের একাধিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। কিন্তু, তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একাধিকবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাদের৷ কেন্দ্রীয় আধিকারিকদের তদন্ত প্রক্রিয়ায় আরও গতি আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবার এই নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের বক্তব্য, “ডাকাডাকির কাজ শেষ করে সিবিআই, ইডি এবার গ্রেফতারির কাজটা শুরু করুক!”

শুভেন্দুর দাবি, “অভিযুক্তদের গ্রেফতার করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে রয়েছে। এরকম একটা নথিও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে থাকতো, তাহলে কবেই আমাকে জেলে ভরে দিত। এটা আমার কথা নয়, বাংলার মানুষের কথা, ডাকাডাকি তো অনেক হল, এবার সে সব শেষ করে ইডি-সিবিআই গ্রেফতারির কাজটা শুরু করুক।”

শুভেন্দুর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শাসকদল তৃণমূল৷ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “সিবিআই, ইডি কি ওঁর বাবার সম্পত্তি নাকি! কাকে গ্রেফতার করা হবে, সেটা ঠিক করবে আইন।” তিনি আরও বলেন, “যদি সত্যি সত্যি তেমনটা হয়, তাহলে বুঝতে হবে বিজেপির কথা মতোই সিবিআই, ইডি চলে!” মন্ত্রী ফিরহাদের প্রশ্ন, “আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। বিজেপির নেতা কোন সাহসে সিবিআই, ইডিকে গ্রেফতারির নির্দেশ দিচ্ছেন? এটা কী ওর বাবার সম্পত্তি!’’ তাঁর সাফ কথা, ‘‘কি হবে, না হবে সেটা ঠিক করবে আইন!”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *