বাম দিকে ঘুরল বিরোধী ভোটের স্টিয়ারিং, বলছে পুরভোটের ফলাফল

বাম দিকে ঘুরল বিরোধী ভোটের স্টিয়ারিং, বলছে পুরভোটের ফলাফল

কলকাতা:  কলকাতা পুর ভোটেও সবুজের ঝড়৷ পুর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল৷ ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ টিতেই ফুটেছে জোড়া ফুল৷ অন্যদিকে বিধানসভা ভোটের পর লালবাড়ি দখলের লড়াইয়ে নেমে কার্যত মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির৷ আর শতাংশের নিরিখে বিজেপি’কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম৷ 

আরও পড়ুন- আবারও সবুজ হল শহর, দাপুটে জয় পেল ঘাসফুল

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে একক ভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭২ শতাংশ ভোট৷ যা ২০২১-এর বিধানসভা ভোটের নিরিখে ১১ শতাংশ বেশি৷ এবং ২০১৫ সালে কলকাতা পুরভোটের নিরিখে ২২ শতাংশ বেশি৷ অন্যদিকে, একুশের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থান দখল করে রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে ওঠা বিজেপি এবারও কার্যত গোহারা৷ তাদের ছাপিয়ে গিয়েছে বামেরাও৷ পুর নির্বাচনে ১১.৭ শতাংশ ভোট পেল বাম ব্রিগেড৷ যা একুশের বিধানসভা ভোটের নিরিখে ৭ শতাংশ বেশি৷ তবে ২০১৫ সালে কলতাতা পুরভোটের নিরিখে বিচার করলে ১৩ শতাংশ ভোট কমেছে বাম শিবিরে৷ 

অন্যদিকে পরিসংখ্যান বলছে, বিধানসভা ভোটে ২৯ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি৷ পুরভোটে সেই ভোটের হার কমে ৯ শতাংশে পৌঁছেছে৷ অর্থাৎ বিধানসভা ভোটের পর থেকে এই ছয় মাসে ২০ শতাংশ ভোট কমেছে বিজেপি’র৷ আবার ২০১৫-র পুরভোটের নিরিখে কমেছে ৬ শতাংশ ভোট৷ ২০১৫ সালে ১৫ শতাংশ ভোট পেয়েছিল পদ্ম শিবির৷ 

বিরোধী ভোট সংখ্যা যে অনেকটাই কমে গিয়েছে ২০২১-এর পুরভোট থেকে তা স্পষ্ট৷  কিন্তু তার চেয়েও তাৎপর্যপূর্ণ হল অভিমুখের বদল৷ ২০১৬-র বিধানসভা নির্বাচনের পর যেভাবে বিরোধী অভিমুখ বিজেপি কেন্দ্রীক হয়ে উঠেছিল, সেই অভিমুখে স্পষ্টতই এখন বামেদের দিকে ঘুরে গিয়েছে৷ কলকাতা পুরভোটের ওয়ার্ড ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করলে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে৷ 

দেখা যাচ্ছে ১৪৪টির মধ্যে ৪৮টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি৷ সেখানে ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা৷ ১৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস৷ অন্যান্যরা ৫টি ওয়ার্ড এবং তৃণমূল কংগ্রেস ১০টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে৷ সামগ্রিক বিশ্লেষণে কলকাতা পুরভোটের রাজনৈতিক তাৎপর্য হল বিজেপি’র থেকে বিরোধী অভিমুখ বামেদের দিকে ঘুরে যাওয়া৷ প্রসঙ্গত, পুরভোটের আগে সিপিএমের স্লোগান ছিল বাম দিকে স্টিয়ারিং ঘুরিয়ে দিন৷ সেই স্টিয়ারিং পুরোপুরি না ঘুরলেও অভিমুখ নিশ্চিতভাবেই বাম দিকে ঘুরে গিয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + seventeen =