গাছের গায়ে পোঁতা পেরেক-দলীয় ফ্লেক্স খুলে পরিবেশ রক্ষার বার্তা দিলেন বামকর্মী হারাধন

কলকাতা: গাছের গায়ে পেরেক পুঁতে টাঙানো হয়েছিল দলের পতাকা, ফ্লেক্স৷ পরিবেশ রক্ষার তাগিদে সেগুলি খুলে দিলেন বামফ্রন্ট্রের কর্মী হারাধন দোলুই। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দক্ষিণ মাজু…

কলকাতা: গাছের গায়ে পেরেক পুঁতে টাঙানো হয়েছিল দলের পতাকা, ফ্লেক্স৷ পরিবেশ রক্ষার তাগিদে সেগুলি খুলে দিলেন বামফ্রন্ট্রের কর্মী হারাধন দোলুই। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দক্ষিণ মাজু গোলুইপাড়া গ্রামের ঘটনা৷ সেখানে প্রচার চালাতে গাছে গাছে লাগানো হয়েছিল দলের পতাকা, ফ্লেক্স, ব্যানার৷ সেগুলি নিজের হাতে খুলে ফেললেন পঞ্চাশোর্ধ হারাধনবাবু। দিনভর মই কাঁধে নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন গাছে উঠে পতাকা-ফ্লেক্স ও পেরেক খোলার কাজ করে চলেছেন তিনি। হারাধন গোলুই বলেন, গাছের গায়ে পেরেক লাগানোর জন্য গাছের ক্ষতি হচ্ছে। তাই দলের পতাকা ও গাছে পোঁতা পেরেক খুলে নিলাম। পরিবেশকে সুস্থ রাখতে গাছ বাঁচানো প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *