ক্ষুদ্রান্ত্রে আটকে ছিল LED বাল্ব! অস্ত্রোপচার করে শিশুর প্রাণ বাঁচাল SSKM

কলকাতা: খেলতে খেলতে আচমকাই আস্ত একটি এলইডি বাল্ব গিলে ফেলেছিল শিশুটি। তার পর থেকেই শুরু হয় অসম্ভব পেটে যন্ত্রনা৷ কোনও ওষুধেই কাজ হয়নি। পেটের ব্যথা…

কলকাতা: খেলতে খেলতে আচমকাই আস্ত একটি এলইডি বাল্ব গিলে ফেলেছিল শিশুটি। তার পর থেকেই শুরু হয় অসম্ভব পেটে যন্ত্রনা৷ কোনও ওষুধেই কাজ হয়নি। পেটের ব্যথা ক্রমশ বাড়ছিল। যন্ত্রণায় ছটফট করছিল শিশুটা৷ এভাবে কয়েক দিন কাটার পর অবশেষে শিশুটিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান তার বাবা-মা। পরীক্ষা করে দেখতেই চক্ষু চড়কগাছ৷ অবশেষে চিকিৎসকরা পেট কেটে শিশুর ক্ষুদ্রান্ত্র থেকে সেই বাল্ব বের করে আনেন। চিকিৎসকদের দক্ষতায় প্রাণ বাঁচে একরত্তির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *