দলে চালু ‘সেন্সরশিপ’! কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেই বহিষ্কার, কড়া বার্তা মমতার

দলে চালু ‘সেন্সরশিপ’! কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেই বহিষ্কার, কড়া বার্তা মমতার

controversial comment

কলকাতা: দলের অন্দরের কথা কোনও ভাবেই বাইরে বলা যাবে না। এই নির্দেশ অমান্য করলেই মিলবে শাস্তি৷ বহিষ্কার করা হবে দল থেকে৷ লোকসভা ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া অবস্থান দলনেত্রীর৷ চালু করা হল ‘সেন্সরশিপ’। 

পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বদের নিয়ে বুধবার কালীঘাটে বৈঠকে বসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠকে তিনি সাফ বলেন, “সবাই মুখপাত্রর মতো আচরণ করতে শুরু করেছে। যাঁর যা ইচ্ছে বলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। এসব বন্ধ করতে হবে। দলে এবার থেকে চালু হবে সেন্সরশিপ। দলের ভিতরের কথা বাইরে কোনও ভাবেই বলা যাবে না।সোশ্যাল মিডিয়ায় কোনও ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। দলে গণতন্ত্র আছে। স্বাধীনতা আছে। দলের অভ্যন্তরে কিছু সমস্যা হতেই পারে। সেটা বলতে হবে দলেই মধ্যেই। সংবাদমাধ্যমের সামনে তা বলা যায় না।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 2 =