লোকসভা ভোটের আগে চমক! বরাদ্দ বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডারে, দিল্লি দখলের দৌড়ে টাকা বাড়ল প্রকল্পে

লোকসভা ভোটের আগে চমক! বরাদ্দ বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডারে, দিল্লি দখলের দৌড়ে টাকা বাড়ল প্রকল্পে

laxmir bhandar

কলকাতা: পাখির চোখ লোকসভা ভোট৷ নির্বাচনের আগে রাজ্যের মহিলাগের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ করা হয়েছে৷ 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সংশ্লিষ্ট সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পান রাজ্যের ২ কোটি ১১ লক্ষ মহিলা৷ রাজ্যে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তৃতায় বলেন, ‘‘আমাদের মা-বোনেদের হাত শক্ত করতে এই মা-মাটি-মানুষের সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতির শ্রেণির জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক ১,২০০ টাকা এবং অন্যদের জন্য সহায়তা বৃদ্ধি করে মাসিক ১০০০ টাকা করা হবে।’’

২১-এর বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুচি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রকল্প বাস্তাবায়িত করেন৷ এতদিন রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসে ৫০০ টাকা করে সহায়তা পাচ্ছিলেন। এবার তা বেড়ে ১০০০ টাকা করা হল৷ লোকসভা ভোটের আগে কল্পতরু রাজ্য সরকার৷ 

এদিন আরও একটি ঘোষণা করা হয়েছে৷ বলা হয়েছে, ৬০ বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকেরা সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। মাসে মাসে আর্থিক সহায়তা পাবেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 13 =