গোয়া বিচে বিকিনি’তে ‘লাস্যময়ী’ রিয়া! সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার বন্যা

গোয়া বিচে বিকিনি’তে ‘লাস্যময়ী’ রিয়া! সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার বন্যা

বলিউড ও টলিউডের ‘বোল্ড নায়িকা’ রিয়া সেন বরাবর সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই সক্রিয়। কেরিয়ারের শুরু থেকেই নিজের পোশাক ফ্যাশনে আবৃত্ত সাহসী অবতার প্রদর্শনের জন্যই তিনি একক এবং অনন্যা। সম্প্রতি বলিউডের এই ‘বোল্ড নায়িকা’ তার ‘ট্রিপ টু গোয়া’র কিছু ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম একাউন্টে।

বরাবর নিজের শরীরচর্চা ও সৌন্দর্য্য নিয়ে সচেতন এই বঙ্গ-তনয়ার গোয়া ভ্যকেশনের এই ছবিগুলিতে নায়িকাকে ক্ষুদ্র পোশাকে দেখা যাচ্ছে শরীরে সানস্ক্রিন লাগিয়ে সান-বাথ নিতে। রিয়া সেনের অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে একবার ঢুঁ মারলেই দেখা যাবে তার এইসব বোল্ড লুকের ছবি।

ডিপ-নেক, স্লিভ-লেস, ওয়ান-পিস সহ বিভিন্ন ছোট ছোট পোশাকে নিজেকে মুড়ে লাস্যময়ী হয়ে ফটোশ্যুট করে দর্শকদের মন জয় করা রিয়া সেনের নিজস্বতা। কখনো ‘রেড হট’ তো কখনো ‘সেক্সি ব্ল্যাক’, রংবেরঙের পোশাকে বারবার রিয়া সেন ঝড় তুলেছে পুরুষদের বুকে। উল্লেখ্য, দিদি রাইমা’র থেকে কম ছবিতে অভিনয় করলেও নিজের ‘হট অবতারে’র জন্য বরাবর দর্শকদের চোখের মণি রিয়া সেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + one =