শেষ ইচ্ছা কী? উত্তরে নয়া ‘ছক’ নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর

শেষ ইচ্ছা কী? উত্তরে নয়া ‘ছক’ নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর

f666b5089f8296d125ce5bd1d699ca68

নয়াদিল্লি: আদালতের নির্দেশের পর চলছে ফাঁসির প্রস্তুতি৷ আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিন ফাঁসির মঞ্চে ঝোলানো হবে  নির্ভয়াকাণ্ডের চার দোষীকে৷ ফাঁসির আগে চার দোষীর কাছে শেষ ইচ্ছা জানতে চেয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষ৷ তবে, চার দোষীর উত্তরে ফের তৈরি হয়েছে বিতর্ক৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিহাড় জেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ফাঁসির আগে প্রথা অনুযায়ী চার দোষীর কাছে লিখিতভাবে শেষ ইচ্ছা চাওয়া হয়েছিল৷ গত সপ্তাহে সেই চিঠি দেওয়া হলেও এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি অভিযুক্তরা৷ তবে, দোষীরা ইচ্ছাপ্রকাশ করলেই যে তা পূরণ করা হবে, তার কোনও নিশ্চয়তা নেই৷

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, দোষীরা নিজেদের নিজেদের শেষ ইচ্ছা জানানোর পর, ইচ্ছাপূরণের সিদ্ধান্ত পুরোপুরি জেল কর্তৃপক্ষের উপর নির্ভর করে৷ শেষ ইচ্ছা পূরণ নাও হতে পারে৷ তবে, প্রথা মেলে লিখিতভাবে জবাব চাওয়া হয়৷ পরে প্রশাসন সিদ্ধান্ত নেয়৷

তবে, চার দোষী শেষবারের মতো যদি কারোর সঙ্গে দেখা করতে চাই, কিংবা কোনও সম্পত্তি যদি কাউকে স্থানান্তরিত করতে চাই, অথবা কোনও প্রিয় খাদ্য খেতে চাই, তার অনুমোদন মিলতে পারে৷ এক বাইরে আর তেমন কোনও সুযোগ নেই৷ যদিও, শেষ ইচ্ছার বিষয়ে এখনও কোনও উত্তর না আসায় বেশ বিকাপে পড়েছে জেল কর্তৃপক্ষ৷ কেননা, পর্যবেক্ষক মহলের ধারণা, ফাঁসির তারিখ পিছিয়ে দেওয়ার জন্য শেষ ইচ্ছা না জানিয়ে ছক কষছে চার দোষী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *