কলকাতা: ইস্তফা দিচ্ছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সোমবার ছিল কলকাতা হাই কোর্টে তাঁর শেষ দিন। মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে ইস্তফা দেবেন তিনি। সোমবার দুপুর ২টো বেজে ৪৭ মিনিট৷ শেষ বারের মতো এজলাস ছাড়লেন চাকরিপ্রার্থীদের ‘ভগবান’। শেষ মামলার নির্দেশে জড়িয়ে রইল পূর্ব মেদিনীপুরের নাম৷ সেই জেলার এক বিচারককে বরখাস্ত করা হোক৷ হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রিপোর্ট দেখে আইনানুগ পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি৷ ঘটনাচক্রে,বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইস্তফার সঙ্গে সঙ্গে চর্চায় উঠে এসেছে পূর্ব মেদিনীপু৷ জোর জল্পনা ওই জেলা থেকে বিজেপি’র টিকিতে ভোটে লড়বেন তিনি৷
সোমবার একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ‘‘হাই কোর্টের ভিজিল্যান্স বিভাগ পূর্ব মেদিনীপুর জেলার বিচারকের বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছে। প্রধান বিচারপতির কাছে অনুরোধ, উনি যেন ওই রিপোর্টটি দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করেন।’’ ওই রিপোর্ট সত্যি প্রমাণিত হলে জেলা বিচারককে বরখাস্ত করা উচিত বলেও মন্তব্য তাঁর৷