কলকাতা: কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত্যজগত৷ বলা যায়, তাঁর প্রয়াণে বঙ্গ সাহিত্য জগতে এক মহীরুহ পতন ঘটল৷ কিছু দিন আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন৷ ১২ এপ্রিল থেকে ভুগছিলেন সর্দি-কাশীতে ৷ আজ সকালে নিজ বাসভবনেই মৃত্যু হয় তাঁর৷ শঙ্খ ঘোষের পরিবার চায়, কবির শেষযাত্রা হোক নিরবে৷
আরও পড়ুন- কবি শঙ্খ ঘোষের প্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর, রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য
কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বালুরঘাটের জনসভা থেকে রাষ্ট্রীয় মর্যাদায় কবির শেষকৃত্য সম্পন্ন করার কথাও ঘোষণা করেন তিনি৷ কিন্তু শঙ্খ ঘোষের ভাই বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হোক সেটা তাঁরা চান না৷ তাঁরা চান নিবরেই শেষকৃত্য সম্পন্ন হোক কবির৷ তাঁর পরিবারের কথায়, শঙ্খ ঘোষ যেভাবে চিরকাল নিরবে থাকতে চেয়েছেন, দূরে থাকতে চেয়েছেন, সে ভাবেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হোক৷ আড়ম্বরহীন শেষকৃত্যই চায় তাঁর পরিবার৷ এদিকে, কবির মৃত্যুর খবর পেয়েই তাঁর বাসভবনে আসেন ফিরহাদ হাকিম৷ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি৷ উল্লেখ্য, কবির পাশাপাশি তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন৷
আরও পড়ুন- প্রয়াত শঙ্খ ঘোষ, করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়ে কবির প্রাণ
তবে এদিন বালুরঘাটের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় কবিকে আজ আমরা হারিয়েছি৷ তিনি কবি রত্ন, সাহিত্য রত্ন শঙ্খ ঘোষ৷ তাঁর মৃত্যুতে আমরা মর্মাহত, দুঃখিত৷ যতক্ষণ না অন্তিমযাত্রা হচ্ছে, ততক্ষণ আমরা মৌনব্রত পালন করি না৷ তাই তাঁর মৃত্যুতে আমরা শুধু শোকজ্ঞাপন করছি৷ কবির পরিবারের প্রতি আমরা সমব্যার্থী৷ তাঁদের প্রতি আমাদের সহমর্মিতা জানাচ্ছি৷ সেই সঙ্গে তিনি জানান, রাষ্ট্রীয় সম্মানের সঙ্গেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে কবির৷ মুখ্যমন্ত্রী বলেন, কবি নিজে গান স্যালুট পছন্দ করতেন না৷ তাই গান স্যালুট বাদ দিয়ে বাকি সমস্ত কাজ করা হবে৷ তবে তাঁর পরিবার জানিয়ে দিল, কবিকে নিরবেই বিদায় জানাতে চান তাঁরা৷