দেশের সবচেয়ে বড় ছয় আইপিও-র মধ্যে লোকসানে পাঁচ? জানুন সত্যিটা

Largest IPOs in India কলকাতা: স্টক মার্কেটের ইতিহাসে এখনও পর্যন্ত ছটি আইপিও এসেছে যাদের আকার ১০ হাজার কোটির উপরে ছিল৷ তথ্য বলছে, এই ছয় আইপিও-র…

Largest IPOs in India

Largest IPOs in India

কলকাতা: স্টক মার্কেটের ইতিহাসে এখনও পর্যন্ত ছটি আইপিও এসেছে যাদের আকার ১০ হাজার কোটির উপরে ছিল৷ তথ্য বলছে, এই ছয় আইপিও-র মধ্যে পাঁচটির গ্রাহক এখনও ক্ষতির মধ্যে রয়েছে৷ এমন একটি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ যা কিনা একেবারেই মিথ্যে৷ আসুন জানি দেশের পাঁচ বড় আইপিও-র সত্যটা৷ (Largest IPOs in India)

হুন্ডাই আইপিও Largest IPOs in India

আগামী দিনে সবেচয়ে বড় আইপিও নিয়ে আসছে হুন্ডাই৷ সেই আইপি কেনার জন্যেও এই ডেটা উপকারী হতে চলেছে৷ সম্প্রতি সবচেয়ে বড় যে আইপিওটি এসেছিল, তা হল এলআইসি৷ যার আকার ছিল ২১,০০৮ কোটির৷ লিস্টিং-এর দিনে এটি ৭.৭৫ শতাংশ লোকসানের মুখে পড়ে৷ এই বছর এলআইসি-র আইপিও ১৪ শতাংশ লাভ করে ফেলেছে৷ লিস্টিং-এর দিন থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত ১১.৯০ শতাংও রিটার্নও দিয়েছে৷ যাঁরা এলআইসি-র আইপিও ধরে রেখেছেন তাঁরা লাভের মুখ দেখছেন৷ যাঁরা প্রথম দিনই বেরিয়ে গিয়েছিলেন, তাঁরা লোকসান পেয়েছে৷

পেটিএম আইপিও

এর পর যে আইপিওটি সাড়া জাগিয়েছিল সেটি হল পেটিএম৷ ১৮,৩০০ কোটির আইপিও নিয়ে আসে এই কমিউনিকেশন সংস্থা৷ তবে এই আইপিও-র গ্রাহকরা এখনও সমস্যার মধ্যে রয়েছেন৷ লিস্টিং-এর দিন এটি ২৭.২৫ শতাংশ লস করে৷ এই বছর অবশ্য প্রফিট দিচ্ছে পেটিএস৷ ১৩.৮৪ শতাংশ রিটার্ন দিলেও তবে এটি লিস্টিং প্রাইজের থেকে এখনও ৫২.৯০ শতাংশ নীচে রয়েছে৷ অর্থাৎ এই আইপিএ এখনও পর্যন্ত বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে পারেনি৷

কোল ইন্ডিয়া আইপিও

এর বলব কোল ইন্ডিয়ার আইপিও-র কথা৷ যা ২০১০ সালে লঞ্চ করে৷ যার সাইজ ছিল ১৫,১৯৯ কোটি টাকা৷ লিস্টিং-এর দিনে এটি ৩৯.৭৩ শতাংশ লাভ দেয়৷ এই বছরও বেশ ভালো প্রফিট দিয়েছে কোল ইন্ডিয়া৷ বিনিয়োগকারীরা ৩২.৬০ শতাংশ রিটার্ন পেয়েছেন৷ লিস্টিং-এর দিন থেকে এখনও পর্যন্ত ৪৭.৮৭ শতাংশ প্রফিট দিয়েছে৷ এই আইপিও-কে সফল বলাই যায়৷

রিলায়েন্স পাওয়ার আইপিও

এর পর আসা যাক আরও একটি ধামাকাদার আইপিও রিলায়েন্স পাওয়ারের কথায়৷ এই আইপিও-তে বহু মানুষ বিনিয়োগ করেছিলেন৷ সাইজ ছিল ১১,৫৬৯ কোটি টাকা৷ কিন্তু লিস্টিং-এর দিনে ১৭.২২ শতাংশ লস হয়৷ এই বছর ১২৩.৯৭ শতাংশ প্রফিট দিয়েছে রিলায়েন্স পাওয়ারের আইপিও৷ তবে ইস্যু প্রাইজের থেকে এখনও তা অনেক নীচে (৭৬.৯৫ শতাংশ)রয়েছে৷ ফলে এক কথায় এই আইপিও ব্যর্থ৷

জেনারেল ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া

জেনারেল ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়ে এসেছিল ১১,১৭৬ কোটির আইপিও৷ লিস্টিং-এর দিন খুব সামান্য লোকসান হয় (৪.৫৬ শতাংশ)৷ এই বছর লাভ দিতে শুরু করেছে৷ প্রায় ২৪ শতাংশ রিটার্নও দিয়েছে৷ তবে ওভারঅল এখনও এটি লোকসানে (১১.১০ শতাংশ) চলছে৷ ফলে এই আইপিও-সফল হতে পারেনি৷
সবশেষে আসা যায় এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট-এর আইপিও-র কথায়৷ ১০,৩৫৫ কোটি টাকার এই আইপিও লিস্টিং-এর দিন ১০ শতাংশ লস করে৷ এই লোকসানের সবচেয়ে বড় কারণ ছিল কোভিড৷ করোনা পরিস্থিতি তৈরি না হলে এটি অন্যতম বাম্পার আইপিও হতে পারত৷ এই বছর কাট-টু-কাট চলছে (.৪৩ শতাংশ)৷ তবে সব মিলিয়ে প্রফিটে (১০.৫৭ শতাংশ) চলে এসেছে৷

 

ফলে দেশের সব চেয়ে বড় ছয় আইপিও নিয়ে যে আলোচনা চলছে, তার কোনও ভিত্তি নেই৷ কারণ ছ’টির মধ্যে পাঁচটিতে নয়, তিনটিতে লোকসান ও তিনটিতে প্রফিট বা লাভ পেয়েছেন বিনিয়োগকারীরা৷

 

Business: Among the six largest IPOs in India‘s stock market, five are still underperforming. LIC’s ₹21,008 crore IPO has provided a 14% return this year, while Paytm’s ₹18,300 crore IPO is still 52.90% below its listing price. Investors keep a watchful eye on Hyundai’s upcoming IPO