যাদবপুরের ডিনকে ফের তলব করতে চলেছে লালবাজার, রাতভর ঘেরাও-এর পর রজত রায় যাবেন কি?

যাদবপুরের ডিনকে ফের তলব করতে চলেছে লালবাজার, রাতভর ঘেরাও-এর পর রজত রায় যাবেন কি?

কলকাতা: যাদবপুরকাণ্ডে বুধবার  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করেছিলেন যুগ্ম কমিশনার (অপরাধ দমন)। রেজিস্টার গতকাল বিকেলে লালবাজারে হাজিরা দেন৷ কিন্তু, পড়ুয়ারা ঘেরাও করায় যেতে পারেননি রজত। ফলে আবারও ডেকে পাঠানো হচ্ছে রজতকে। রেজিস্ট্রারকেও পুনরায় ডাকার চিন্তাভাবনা করছেন লালবাজারের কর্তারা। ডিন রজতের কাছে বেশ কিছু নথিপত্র চাওয়া হয়েছে বলেও সূত্রে খবর।

বুধবার প্রায় সাড়ে তিন ঘণ্টা লালবাজার ছিলেন স্নেহমঞ্জু। ছাত্রাবাস এবং তার পরিচালন সংক্রান্ত নানা প্রশ্ন করা হয় তাঁকে৷ কিন্তু সূত্রের খবর, কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি রেজিস্ট্রার৷ উল্টে তিনি জানান, এ সব প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবেন ডিন অফ স্টুডেন্টস রজত রায়৷ কিন্তু, পদত্যাদের দাবিতে ছাত্ররা তাঁকে ঘেরাও করে রাখায় বুধবার লালবাজারে যেতে পারেননি ডিন। যাদবপুর থানায় ফোন করে সেকথা জানিয়েওছিলেন রজত রায়। এই আবহে ছাত্রমৃত্যু সংক্রান্ত ঘটনায় ফের তলব করা হতে পারে তাঁকে৷ এছাড়াও একাধিক প্রশ্নের উত্তর পেতে প্রয়োজনীয় সকলকেই তলব করা হবে বলে পুলিশ সূত্রের খবর।  ডিনের সঙ্গে মুখোমুখি কথা বললে অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে বলেই মনে করছেন লালবাজারের কর্তারা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =