কলকাতা: মদ্যপান শুধু শরীরের জন্যই ক্ষতিকর নয়৷ এর ফলে বাড়ে গার্হস্থ্য হিংসা৷ ঘটে অনেক দুর্ঘটনা৷ সেই দুর্ঘটনা রুখতেই নয়া ব্যবস্থা লাল বাজারের৷ শহরের পানশালাগুলিতে ‘ব্রেথ অ্যানালাইজার’ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে পানশালাতেই পরীক্ষা করা যায় ‘নেশা’র৷ লাল বাজারের যুগ্ম কমিশনার (সদর) এই নির্দেশ দেন৷ যদিও এই নির্দেশে তীব্র আপত্তি জানিয়েছেন পানশালার মালিকরা৷
আরও পড়ুন- সত্যিই কি একদিন বরফ পড়বে কলকাতায়? সেই দিন দেরি নয়
লালবাজারের নির্দেশে বলা হয়েছে, পানশালা থেকে বেরোনোর আগে ‘নেশা’ পরীক্ষা বাধ্যতামূলক৷ পানশালা থেকে বেরিয়ে যাঁরা চার চাকার গাড়ি বা বাইক চালিয়ে ফিরবেন, তাঁরা যাতে মাত্রাতিরিক্ত নেশা না করেন, সে জন্যই এই নির্দেশিকা বলে লালবাজার সূত্রে খবর। শহরের পথে পথদুর্ঘটনা কমাতেই এই নির্দেশ বলে সূত্রের খবর। যদি ব্রেথ অ্যানালাইজারে কারও নেশার মাত্রা অতিরিক্ত ধরা পড়ে, তাহলে পানশালা কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই নির্দেশ কতটা বাস্তবায়িত করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পানশালা কর্তৃপক্ষ।
শীতের কলকাতায় পানশালাগুলি চলছে রমরমিয়ে৷ প্রায় সব পানশালাতেই উপচে পড়া ভিড়৷ নেশার জন্য বেড়েছে পথদুর্ঘটনাও৷ অধিকাংশ ক্ষেত্রেই দু’ চাকার গাড়িতে দুর্ঘটনার খবর উঠে এসেছে। অতিরিক্ত গতি যেমন এই দুর্ঘটনার কারণ, তেমনই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যেও দুর্ঘটনা ঘটছে। তাই এবার পানশালাগুলির কাছে নির্দেশ পৌঁছে দিল লালবাজার। কলকাতা পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পানশালাগুলিতে ব্রেথ অ্যানালাইজার রাখতেই হবে। পানশালা থেকে মদ্যপান করে বেরোনোর সময় নেশার পরীক্ষা দিতে হবে গ্রাহকদের৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>