১৩ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি নয়, সুপ্রিম রক্ষাকবজে আপাতত স্বস্তিতে লালা

১৩ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি নয়, সুপ্রিম রক্ষাকবজে আপাতত স্বস্তিতে লালা

eee3357130ce1ccb0b21ab9b00422c81

নয়াদিল্লি: কয়লাকাণ্ডে আপাতত স্বস্তিতে অনুপম মাজি ওরফে লালা৷ ১৩ এপ্রিল পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই৷ অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট৷

আরও পড়ুন-  উচ্চারণে ভুল হয়, ভালোবেসে বাংলা বলার চেষ্টা করি, তাতেও রেগে যাচ্ছেন দিদি, খোঁচা মোদীর

এর আগে কয়লাকাণ্ডের অন্যতম পাণ্ডা অনুপ মাজিকে ৬ এপ্রিল পর্যন্ত রক্ষা কবজ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ বলা হয়েছিল ৬ এপ্রিল পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না৷ আজ সেই মামলারই পরবর্তী শুনানি ছিল৷ এদিন অন্তর্বর্তীকালীন নির্দেশে সুপ্রিম কোর্ট জানায়, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত অনুপ মাজিকে গ্রেফতার করতে পারবে না সিবিআই৷ 

আরও পড়ুন- ছারপোকা ছাড়তে হবে, না হলে মোদী গদি ছাড়বে না! চরম কটাক্ষ অনুব্রতর

অনুপ মাজির আবেদন ছিল, সিবিআই রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে তদন্ত করে থাকে৷ কিন্তু রাজ্য সরকারের অনুমতি না নিয়ে তাঁকে গ্রেফতার করা যাবে না৷ এমনকী এই মামলার তদন্ত করাও যাবে না৷ কয়লাকাণ্ডের মূল মামলার শুনানি এখনও বাকি৷ তবে তাঁর গ্রেফতারির উপর একটা রক্ষাকবজ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ দীর্ঘ দিন হাজিরা এড়ানোর পর লালা সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পরই বড়সড় পদক্ষেপ করে ইডি৷ তাঁর ১৬৫.৮৬ কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়৷ প্রসঙ্গত,  আসানসোল এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকাজুড়ে একাধিক স্পঞ্জ আয়রন কারখানা ছিল কয়লাকাণ্ডের এই কিংপিনের৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *