গুয়াহাটি: তাঁকে ঘিরে ছিল একাধিক বিতর্ক৷ তিনি ছিলেন অসম পুলিশের ‘লেডি সিঙ্ঘম’৷ অনেকে আবার তাঁকে ‘দাবাং পুলিশ’ বলেও সম্বোধন করত৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অসম পুলিশের সেই সাব ইন্সপেক্টরের৷ তাঁর প্রকৃত নাম জুনমণি রাভা৷ মঙ্গলবার নওগাঁও জেলায় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান ৩০ বছর বয়সি এই অফিসার৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারুভুগিয়া গ্রামে তাঁর গাড়ির সঙ্গে মুখোমুখি সঙ্ঘর্ষ হয় উল্টো দিক থেকে ছুটে আসা একটি পণ্যবাহী ট্রাকের৷ সেই দুর্ঘটনার অভিঘাতেই প্রাণ হারান জুনমণি৷ ঘটনার সময় তিনি একাই গাড়িতে ছিলেন বলে সূত্রের খবর৷ দুর্ঘটনার সময় তাঁর পরনে অবশ্য পুলিশের উর্দি ছিল না৷ রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের টহলদারি বাহিনী৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জুনমণিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷ ওই ঘাতক ট্রাকটি উত্তরপ্রদেশ থেকে আসছিল৷ পণ্যবাহী ওই ট্রাকটিকে আটক করেছে পুলিশ৷ তবে দুর্ঘটনার পরই পলাতক ট্রাক চালক৷
তবে জুনমণির মৃত্যুকে সাধারণ দুর্ঘটনা বলে মানতে নারাজ তাঁর পরিবার৷ অভিযোগ, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে পরিবারের মেয়েকে৷ ঘটনার তদন্ত করা হোক৷ দাবি করেছেন তাঁরা৷ অসম পুলিশের তরফে তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-কে৷ প্রসঙ্গত, মোরিকোলোং পুলিশ চৌকিতে পোস্টিং ছিল জুনমণি রাভা৷
একটি টেলিফোনিক সংলাপকে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছিলেন লেডি সিঙ্ঘম৷ বিজেপি বিধায়ক বিহপুরিয়া অমিয়া কুমার ভুইয়াঁর সঙ্গে তাঁর টেলিফোনিক কথোপকখন ফাঁস হয় ২০২২ সালের জানুয়ারি মাসে৷ যন্ত্রচালিত নৌকায় সওয়ার কয়েক জনকে গ্রেফতার করা নিয়ে উত্তপ্ত বাক্যালাপ হয় তাঁদের মধ্যে৷ সেই রেকর্ডিং বেশ শোরগোল ফেলেছিল৷
এছাড়াও প্রাক্তন প্রেমিকের সঙ্গে নানা দুর্নীতিমূলক কাজে জড়িয়ে পড়েন লেডি সিঙ্ঘম৷ আদালতের নির্দেশে তাঁকে মাজুলি জেলায় পুলিশ হেফাজতে পাঠানো হয়৷ চাকরি থেকে সাসপেন্ডও হন৷ সাসপেনশন উঠে যাওয়ার পর ফের কাজে ফেরেন ‘লেডি সিঙ্ঘম’৷ অসম পুলিশ সূত্রে জানা গিয়েথে, দুর্ঘটনায় মৃত্যুর আগের দিনও তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়েছিল৷ সেই ঘটনার তদন্ত সিআইডি-কে দিয়ে করানো হবে বলেও জানিয়েছে অসম পুলিশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>