কুন্তল ঘোষের চিঠির মামলায় আজ হাই কোর্টে ED-CBI

কুন্তল ঘোষের চিঠির মামলায় আজ হাই কোর্টে ED-CBI

kuntal ghosh

কলকাতা: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আজ, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে জোড়া রিপোর্ট জমা দেবে সিবিআই এবং ইডি। গত ৫ সেপ্টেম্বর কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার তদন্তভার সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এবং কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারকে দেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। কিন্তু নিম্ন আদালতের এই নির্দেশের বিরুদ্ধে প্রশ্ন তুলে গত ১১ অগাস্ট প্রশ্ন তোলে সিবিআই৷ এর পর সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বৃহস্পতিবার এই মামলার শুননাি হওয়ার কথা৷ সেই সময়ই কুন্তল ঘোষের বিরুদ্ধে সিবিআই ও ইডির তদন্তকারী আধিকারিকরা একসঙ্গে রিপোর্ট জমা দেবেন বলে সূত্রের খবর৷ 

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ প্রেসিডেন্সি জেলে বসেই চিঠি পাঠান আলিপুর নিম্ন আদালতের বিচারক এবং হেস্টিংস থানায়৷ তাঁর অভিযোগ ছিল, ইডি এবং সিবিআই আধিকারিকরা তাঁকে জেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে। এরপরেই কুন্তলের চিঠি মামলায় হাই কোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়৷ তিনি ইডি ও সিবিআই উভয়কেই  চিঠির বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে অন্য বেঞ্চে পাঠানোর নির্দেশ দেয়৷ মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে৷ আজ, ইডি ও সিবিআই কী রিপোর্ট দেয়, সেচাই দেখার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *