কলকাতা: ফের বিস্ফোরক নিয়োগ মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ৷ আদালতে ঝোকার মুখে একটি বন্ধ খাম সাংবাদিকদের দেখিয়ে তাঁর দাবি, এই খামে ইডির বিরুদ্ধে প্রমাণ রয়েছে৷ তবে মুখ বন্ধ খামে ঠিক কোন বিষয়ের প্রমাণ রয়েছে সে সম্পর্কে কিছু খোলসা করেননি কুন্তল। তাঁর সাফ কথা, আদালতে গিয়ে খামটি জমা দেবেন৷
কুন্তলকে সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে আসা হয়। আদালতে ঢোকার আগে তাঁকে সাংবাদিকেরা ঘিরে ধরেন। গাড়ি থেকে নেমে কুন্তল হাত তুলে সাংবাদিকদের একটি খাম দেখান। খাম দেখিয়ে বলেন, ‘‘আমি একটা কথা বলব। আমাকে দিয়ে ইডি কত মিথ্যা কথা বলিয়েছে, এই হল তার প্রমাণ।’’ কী আছে সেই খামের ভিতরে? সাংবাদিকদের সেই প্রশ্নের কোনও উত্তর দেননি কুন্তল৷ শুধু ভিতরে ঢোকার আগে বলে যান, ‘‘আদালতকে দেখাব।’’