kunal
কলকাতা: ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধর্ণামঞ্চে হাজির কুণাল ঘোষ৷ তাঁকে দেখেই উঠল ‘চোর’ স্লোগান৷ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় ধর্না মঞ্চে।
শনিবার দুপুরে কুণাল ধর্নামঞ্চে পৌঁছন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘‘আমি এখানে ছবি তুলতে আসিনি। আমি মাথা ন্যাড়ার খবর পেয়েই এখানে এসেছি। চাকরিপ্রার্থীদের চাকরির একটা চেষ্টা চলছে। আমি ওদের সঙ্গে কথা বলতে চাই।” ধর্নামঞ্চে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তিনি এখন কথা বলবেন না বলেও জানান। কিন্তু কুণালকে দেখে তাঁর উদ্দেশ্যে চোর গান ওঠে। এর পরেই ধর্নামঞ্চে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়৷ হাতে চোর লেখা পোস্টার নিয়েও বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন চাকরিপ্রার্থীদের একাংশ। কুণালকে সামনে পেয়ে তাঁদের প্রশ্ন, ‘‘এতদিন কোথায় ছিলেন? সরকারের প্রতিনিধির সঙ্গে এখন আর কোনও কথা নয়।’’