‘চেয়ারটা বিচারপতির, কণ্ঠটা বিরোধীদের’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বিঁধলেন কুণাল

‘চেয়ারটা বিচারপতির, কণ্ঠটা বিরোধীদের’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বিঁধলেন কুণাল

kunal

কলকাতা: সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত ইডি৷ তৃণমূল নেতার অনুগামীদের আক্রমণে মাথা ফেটেঠে অফিসারের৷ এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য৷ এজলাসে এই ঘটনার কথা শুনে কড়া প্রতিক্রিয়া জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর পর্যবেক্ষণ, “তদন্তকারীদের যেভাবে মারা হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আমি বুঝতে পারছি না, রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন তা ঘোষণা করছেন না?”

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া এসেছে তৃণমূল শিবির থেকেও। দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “উনি প্রশ্ন করার কে? ওঁর নেতা সাজার ইচ্ছে হলে হাই কোর্টের বাইরে টুলে দাঁড়িয়ে বক্তৃতা দিন। চেয়ারটা বিচারপতির, কণ্ঠটা বিরোধীদের।”

কুণা্ল আরও বলেন, “এই রকম কয়েকজন বিচারপতির জন্যই বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। উনি মুখোশ পড়ে কেন খেলছেন? ঢাল হিসেবে বিচারপতির চেয়ারটাকে ব্যবহার করবেন না। এবার আড়াল থেকে বেরিয়ে আসুন। মুখোমুখি লড়াই করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =