kunal ghosh
কলকাতা: কাঁথির সাংসদ শিশির অধিকারীর ‘সম্পত্তিবৃদ্ধি’ সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। একই চিঠি ইডি এবং সিবিআইকেও পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। যদিও এ প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি শিশির৷
খাতায়-কলমে শিশির তৃণমূলের সাংসদ হলেও প্রচ্ছন্নে বিজেপি সমর্থক। পাশাপাশি, তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা। কুণালের দাবি, ২০০৯ সালে সাংসদ হিসাবে শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ ছিল ১০ লক্ষ টাকা। ২০১১ সালে সেই সম্পত্তি বেড়ে হয় ১৬ লক্ষের কাছাকাছি৷ ২০১২ সালে মন্ত্রী হওয়ার সময় প্রধানমন্ত্রীর দফতরকে তিনি যে আর্থিক সম্পত্তির খতিয়ান দিয়েছিলেন, তাঁর পরিমাণ ১০ কোটি টাকা। এক বছরের মধ্যে সাংসদের সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ থেকে বেড়ে কী ভাবে ১০ কোটিতে পৌঁছল? প্রশ্ন তোলেন কুণাল।
কুণাল টুইটে লেখেন, ‘‘সারদার মালিক নিজে অভিযোগ করেছেন, ২০১১-’১২ সালে তাঁকে কাঁথির অধিকারীরা ব্ল্যাকমেল করেছিলেন এবং তাঁকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করতে হয়েছিল৷ একই সময়ে সাংসদ শিশির অধিকারীর সম্পদের পরিমাণ ছিল ১০ কোটি টাকা। তাই, আমি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সিবিআই এবং ইডির ডিরেক্টরকে চিঠি লিখেছি। এই বিষয়টি সারদা কেলেঙ্কারি মামলার অধীনে তদন্তের দাবি জানাচ্ছি।’’