kunal ghosh
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে সঙ্গী হয়েছিলেন তিনি৷ এবার আমেরিকা যাওয়ার আর্জি জানিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কলকাতা হাই কোর্ট তাঁর সেই আবেদন মঞ্জুরও করেছে৷ অর্থাৎ আমেরিকা সফরে আর কোনও বাধা থাকল না কুণালের৷ ২০১৬ সালে সারদা কেলেঙ্কারির সঙ্গে জড়িত তৃণমূল মুখপাত্র৷ এই মামলায় শর্ত সাপেক্ষে জামিন পান কুণাল৷ প্রাথমিকভাবে তাঁর রাজ্যের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ তাই তিনি বিদেশে যেতে চাইলে আদালতের অনুমতি প্রয়োজন। সে কারণেই স্পেন সফরে আগে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ। এবারও আমেরিকায় যাওয়ার আর্জি নিয়ে পৌঁছন উচ্চ আদালতের দুয়ারে৷ তাঁকে অনুমতি দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি।
কিন্তু কেন আমেরিকায় যেতে চান কুণাল? বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে তৃণমূলের মুখপাত্র জানান, তাঁর ছেলে বর্তমানে আমেরিকায় পড়াশোনা করছে। ছেলের সঙ্গে দেখা করতেই আমেরিকাতে যেতে চান তিনি। ইতিমধ্যেই আদালত সেই অনুমতি দিয়েছে৷ ফলে আমেরিকা যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন কুণাল৷
এ বিষয়ে সিবিআই-এর তরফেও কোনও আপত্তি জানানো হয়নি। তবে তিনি কবে আমেরিকায় যাচ্ছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ সারদা মামলায় বেশ কিছুদিন জেল বন্দি ছিলেন কুণাল ঘোষ৷ পরে শর্ত সাপেক্ষে জামিন পান৷ ফলে স্পেনে যাওয়ার আগেও অনুমতি নিতে হয়েছিল তাঁকে৷ কুণালকে স্পেনে যাওয়ার অনুমতি দিয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।
আমেরিকা সফর নিয়ে কুণাল বলেন, “আমার ছেলে আমেরিকায় পড়াশোনা করছে। ও পিএইচডি করছে। ফলে ছেলের সঙ্গে দেখা করাটা একটা কারণ। পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। একেবারেই ব্যক্তিগত সফর।”