‘রোজভ্যালির দালাল, মোদীর সঙ্গে সেটিং করেছেন সুদীপ’! ফের আক্রমণ শানালেন কুণাল

‘রোজভ্যালির দালাল, মোদীর সঙ্গে সেটিং করেছেন সুদীপ’! ফের আক্রমণ শানালেন কুণাল

 কলকাতা: প্রকাশ্যে দুই তৃণমূল নেতৃত্বের দ্বৈরথ৷ উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন কুণাল ঘোষ৷ এবার সুদীপকে ‘রোজভ্যালির দালাল’ বলে কটাক্ষ করলেন তিনি। এমনকি বিজেপির সঙ্গে সুদীপের ‘সেটিং’ রয়েছে বলেও অভিযোগ করলেন কুণাল।

আগামী ১০ মার্চ ব্রিগেডে ‘জনগর্জন সভা’ ডেকেছে ঘাসফুল শিবির। শনিবার ছিল তারই প্রস্তুতি মিছিল৷ সেখানে দলীয় কর্মীদের সঙ্গে হাঁটতে দেখা যায় কুণালকেও।  রাজাবাজার মোড় থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত মিছিলে পা মেলান তিনি। সেই কর্মসূচির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ প্রসঙ্গে বোমা ফাটান তিনি৷ গত দু’দিন ধরে তিনি তিনি যে সব মন্তব্য করছেন, সে বিষয়ে জানতে চাওয়া হলে কুণাল বলেন, ‘‘আগেও বলেছি, এখনও বলছি। সুদীপ রোজভ্যালির দালাল। দালালকে দালাল ছাড়া আর কী বলব।’’ 

প্রসঙ্গত, রোজভ্যালিকাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ বেশ কয়েক মাস ভুবনেশ্বরের জেলেও কাটাতে হয়েছিল তাঁরে। ওই প্রসঙ্গ টেনে এদিন কুণাল বলেন, ‘‘রোজভ্যালি মামলায় সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই সময় সুদীপ ছুটে গিয়েছিলেন মোদীর কাছে। ব্যাপারটা ওখানেই ‘সেটেল্‌ড’ হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =