এক্স বায়ো থেকে রাজনীতি এবং তৃণমূল মুখপাত্রের পরিচয় মুছলেন কুণাল, জোর জল্পনা তৃণমূলে

এক্স বায়ো থেকে রাজনীতি এবং তৃণমূল মুখপাত্রের পরিচয় মুছলেন কুণাল, জোর জল্পনা তৃণমূলে

kunal ghosh

কলকাতা: এক্স হ্যান্ডলের বায়ো থেকে তৃণমূল মুখপাত্র তথা রাজনীতিকের পরিচয় মুছে দিলেন কুণাল ঘোষ৷ বায়োতে তাঁর পরিচয় শুধুই ‘সাংবাদিক আর সমাজকর্মী’৷ তাঁর বায়ো পরিবর্তনকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা৷ 

বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন কুণাল৷ তখন থেকেই আলোচনার সূত্রপাত৷ শুক্রবার এক্স হ্যান্ডেলের বায়ো বদল করতেই শুরু জল্পনা৷ বৃহস্পতিবার রাতে এক্সে পোস্টে কুণাল লিখেছিলেন, ‘নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের আগে দিদি, অভিষেক, তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।’ এই পোস্টে কুণাল কাকে ইঙ্গিত করতে চেয়েছে, তা নিয়ে গতকাল রাত থেকেই জল্পনা শুরু হয়৷ অনেকে আবার বলে বসেন, কুণাল নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চেয়েছেন৷ এর পরেই আজ সকালে কুণালের এক্স বায়ো থেকে নিজের রাজনীতিক পরিচয় মোছা নিয়ে চড়ছে জল্পনার পারদ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =