কলকাতা: উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের তিক্ততা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি৷ অবশেষে সোমের সন্ধ্যায় দার্জিলিংয়ের চা, ফিশফ্রাই, জলভরা সন্দেশ এবং নয়না ‘বউদি’র হাতে তৈরি নাড়ু দিয়ে মিটল সেই ‘তিক্ততা’! সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চায়ে পে চর্চার পর কুণাল ব ললেন, “আমারা একটাই পরিবার৷ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সে বিষয়ে আলোচনা হয়েছে।’’
সুদীপের বিরুদ্ধে কুণাল প্রকাশ্যে সরব হলেও, মুখ খোলেননি উত্তর কলকাতার সাংসদ। বরং সমস্যা সমাধানে তিনি সন্ধ্যার চায়ে আমন্ত্রণ জানান কুণালকে৷ সুদীপের আমন্ত্রণ পেয়ে কুণাল বলেন, “সুদীপদা আমাকে ফোন করে চা খেতে ডেকেছেন। আমি সেখানে যাব।” সন্ধে সাতটার কিছু পরে সুদীপ-নয়নার এন্টালির বাড়িতে পৌঁছন তৃণমূল নেতা। সেখানে প্রায় দুঘণ্টার তাঁদের মধ্যে কথাবার্তা হয়। সুদীপ, নয়না ও কুণাল ছাড়াও বেশ কয়েকজন কাউন্সিলরও উপস্থিত ছিলেন চায়ে পে চর্চায়। দীর্ঘ আলোনার পরই বরফ গলে৷