‘রাজ্যের এক শীর্ষস্থানীয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কুণাল ঘোষের রহস্যময় ট্যুইটে শোরগোল

‘রাজ্যের এক শীর্ষস্থানীয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কুণাল ঘোষের রহস্যময় ট্যুইটে শোরগোল

কলকাতা: জোড়া টুইটে রাজনৈতিক কৌতুহল বাড়ালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি৷ কুণাল ঘোষের দাবি, রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে৷ এই মর্মে পুলিশকে চিঠিও দিয়েছেন এক জন বিশিষ্ট শিল্পী। তবে অভিযোগকারী এবং অভিযুক্তের নামো উল্লেখ করেননি কুণাল। এই টুইটে কার কথা বলতে চেয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কোনও ইঙ্গিতও দেননি। এক্স হ্যান্ডেলে কুণাল জানিয়েছেন, অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি নবান্নকে জানিয়েছে।

রবিবার মোট দু’টি টুইট করেন কুণাল । প্রথমটি টুইটটি করেন বেলা সাড়ে ১১টা নাগাদ। সেখানে তিনি লেখেন, ‘‘রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে। ঘটনাস্থল দিল্লি। অভিযোগকারিণীর চেন্নাই, কোচি, দিল্লিতে যাতায়াত আছে। অভিযুক্ত সাংবিধানিক রক্ষাকবচে আছেন। নগরপাল অভিযোগের চিঠি-সহ ফাইল নবান্ন সচিবালয়ে পাঠিয়েছেন।’’ শেষে কৌতূহল বাড়িয়ে লেখেন ‘‘আপাতত এইটুকু।’’ 

এর পর বেলা ৩টে নাগাদ এক্স হ্যান্ডেলে আরও একটি বোমা ফাটান কুণাল। সেখানে তিনি লেখেন, ‘‘রাজ্যের শীর্ষস্থানীয় এক পদাধিকারীর বিরুদ্ধে যিনি ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে চিঠি দিয়েছেন, তিনি একজন কৃতী মহিলা, ওড়িশি নৃত্যের বিশিষ্ট শিল্পী। মালয়ালম ভাষাতেও পারদর্শী। অভিযুক্ত ব্যক্তির পদ সাংবিধানিক ভাবে সুরক্ষিত। তাই পুলিশি পদক্ষেপে আইনি বাধা।’’ কৌতুহল জিইয়ে রেখে এই পোস্টটির শেষেও কুণাল লেখেন ‘‘আপাতত এইটুকু।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *