বিদেশ যাওয়ার আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ কুণাল, মিলবে কি অনুমতি?

বিদেশ যাওয়ার আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ কুণাল, মিলবে কি অনুমতি?

কলকাতা: সারদা মামলায় জামিন পেয়েছেন ৬ বছর আগে৷ এবার বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তবে এখনই জানা যাচ্ছে না কুণালের আর্জি আদালতে গৃহীত হবে কি না৷ এর জন্য ৮ দিন অপেক্ষা করতে হবে৷ সারদা মামলায় জামিন পাওয়া কুণালের আর্জি শোনার পর নিজেদের মতামত জানানোর জন্য কিছুটা সময় চেয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই।

আরও পড়ুন- ব্রেকিং: রাজ্যবাসীর জন্য রক্ষাকবচ! নতুন প্রকল্প ঘোষণা সরকারের

২০১৬ সালে সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন কুণাল ঘোষ। প্রথমে তাঁর রাজ্যের বাইরে যাওয়ার উপর কড়াকড়ি থাকলেও পরে শুধুমাত্র দেশের বাইরে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়। তবে সম্প্রতি সিঙ্গাপুর যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কুণাল৷ আদালতের কাছে বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন জানান তৃণমূলের মুখপাত্র৷ সোমবার হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। তবে এ বিষয়ে এখনও কোনও  সিদ্ধান্ত নেয়নি আদালত।

কুণালের আবেদনের প্রেক্ষিতে সারদা মামলার তদন্তভার সামলানো সিবিআইয়ের মতামত জানতে চেয়েছিল আদালত। সিবিআই এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানানোর জন্য আদালতের কাছে কিছুদিন সময় চেয়েছে। ফলে সোমবার কুণালের বিদেশযাত্রা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি৷ আদালত সূত্রে খবর, আগামী ১০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হতে পারে। ওই দিন এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।