ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপের স্ত্রী লড়ছেন বিজেপির টিকিটে!

ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপের স্ত্রী লড়ছেন বিজেপির টিকিটে!

40b9c625b6348b15e61f2e4edca856e2

উন্নাও: একসঙ্গে পাঁচ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। ভারতীয় জনতা পার্টির প্রচারে রয়েছে নারী সুরক্ষা এবং নারী নিরাপত্তার প্রতিশ্রুতি। এদিকে, বিজেপির টিকিটে ভোটে লড়ছেন উন্নাওয়ে ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বহিস্কৃত বিধায়ক কুলদীপ সিং সিঙ্গারের স্ত্রী! আর কয়েকদিন পরেই উত্তরপ্রদেশে শুরু পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিনি।

আগামী ১৫ এপ্রিল থেকে উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন, যার ফল প্রকাশ সেই ২ মে। এই নির্বাচনের জন্য ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, সেই প্রার্থী তালিকায় রয়েছেন কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রী সঙ্গীতা সেঙ্গার। ২০১৬ সাল থেকে উন্নাওয়ের জেলা পঞ্চায়েত চেয়ারপারসন হিসেবে কাজ করছেন তিনি। স্বামী ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে এবং বিজেপি থেকে বিতাড়িত হওয়ার পরেও দলের সঙ্গে সম্পর্ক ভালই বজায় রেখেছেন সঙ্গীতা। সেই প্রেক্ষিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি শিবির। এবার সেই ধর্ষণ কাণ্ডের দোষী সাব্যস্তর স্ত্রীয়ের প্রচারে নামতে দেখা যাবে বিজেপির প্রথম সারির নেতাদের। এই প্রসঙ্গেই বিরোধীরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে, যে বিজেপি নারী সুরক্ষা এবং নারীর নিরাপত্তার কথা বলে তারা একজন ধর্ষণ কাণ্ডের দোষী সাব্যস্তর স্ত্রীকে কী করে নির্বাচনে টিকিট দেয় এবং তার প্রচারের নামে। যদিও বিরোধীদের ধারণা, কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রীকে ভোটে দাঁড় করানো বিজেপির বিরুদ্ধে ভোটদান বাড়িয়ে দেবে।

আরও পড়ুন- তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র চেতলা, রাতভর চলল ইট-বৃষ্টি, আহত রুদ্রনীল

প্রসঙ্গত, ২০১৭ সালে এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। এরপর প্রশাসনিক অবহেলা, পুলিশি নিষ্ক্রিয়তার সম্মুখীন হতে হয় ওই নাবালিকা ও তার পরিবারকে। কুলদীপের নির্দেশেই ওই কিশোরীর বাবাকে ভুয়ো অস্ত্র আইন মামলায় ফাঁসানো হয়৷ তাঁর কাছে দেশি পিস্তল থাকার অভিযোগে থানায় তুলে এনে বেধরক মারধর করে পুলিশ৷ পরে কুলদীপ সিং সেঙ্গার গ্রেফতার হলে এক বছর পরে তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। পরে কুলদীপকে দোষী সাব্যস্ত করে আদালত। সেই সময় তাকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ধর্ষণের দায়ে তার যাবজ্জীবনের সাজা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *