কালীপুজোর দিন ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ! নিরাপত্তার চিন্তায় আপত্তি জানাল পুলিশ

কালীপুজোর দিন ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ! নিরাপত্তার চিন্তায় আপত্তি জানাল পুলিশ

 কলকাতা:  কালীপুজোর দিন ইডেনে রয়েছে বিশ্বকাপের ম্যাচ৷ ওই দিন কলকাতায় ম্যাচ হলে নিরাপত্তার সমস্যা হতে পারে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। ফলে বিশ্বকাপের সূচিতে ফের পরিবর্তন আনা হতে পারে৷ যদিও সিএবি প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,  এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে পুলিশের তরফে তাঁদের কিছু জানানো হয়নি।

আগামী ১২ নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ রয়েছে ইডেনে। ওই দিন আবার কালীপুজো। ফলে সেই দিন ইডেনে ম্যাচ হলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব হবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তেমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷ যদিও প্রথমসারির এক সংবাদমাধ্যমকে স্নেহাশিস জানান,  পুলিশের তরফে তাঁদের এ বিষয়ে জানানো হলে তাঁরা আইসিসি-কে বিষয়টি জানাবে। তাঁর কথায়, ‘‘নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না।”

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দু’মাস। তার আগে শনিবার ইডেন গার্ডেন্স পরিদর্শনে এসেছিল আইসিসি-র প্রতিনিধিদল। কলকাতার ক্রিকেট স্টেডিয়াম দেখে খুশি আইসিসি-র কর্তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =